ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন বছরের শুরুতেই সুখবরটা দিয়েছিলেন তিনি। তৃতীয়বারের মতো সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব আল হাসান। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়ে আবেদন করেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কারণ তার ঘরে যখন আসবে সন্তান। সেই সময়টাতে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে চান সাকিব। এ কারণেই নিউজিল্যান্ডে যাওয়ার পরিকল্পনা নেই তার।
এই ভাবনা থেকেই বিসিবি বরাবর চিঠি দেন সাকিব আল হাসান। তিনি যে ছুটি চেয়েছিলেন সাকিব, তা মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপরাশেন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। বৃহ্স্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘সে তো (নিউজিল্যান্ডে) যাচ্ছে না। এ জন্য সে চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।’
এর অর্থ নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টুয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডেতে সাকিবকে ছাড়াই খেলতে নামবে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড রওনা হওয়ার কথা টাইগারদের। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ মার্চ। পরের দুই ওয়ানডে ২৩ ও ২৬ মার্চ। তিন টি-টুয়েন্টি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফেরেন সাকিব আল হাসান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলোতেই খেলেন তিনি। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে চোট পান সাকিব। এই চোট থেকে সেরে প্রথম ওয়ানডেতে নামেন সাকিব। তবে চট্টগ্রামে ফের চোটে পড়লে সিরিজ থেকে আউট হয়ে যান সাকিব।
সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন সাকিব।
Discussion about this post