দলের কঠিন ম্যাচটাই মিস করছেন তিনি। এছাড়া অবশ্য উপায়ও নেই। তারচেয়ে বড় কাজ যে পড়ে আছে দেশে। তার স্ত্রী সন্তানসম্ভবা। সুখবর মিলবে যে কোন সময়। এ কারণে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। স্ত্রীর পাশে থাকতে সেন্ট লুসিয়া গেলেন এই অলরাউন্ডার। এ অবস্থায় দলের নেতৃত্বে মুশফিকুর রহীম।
রাজশাহী কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহমিদ আজিজুল হক জানালেন, ‘দেখুন স্যামির সন্তান হওয়ার কথা শুক্রবার। এ জন্য আমরা তাকে ছেড়ে দিয়েছি। সবকিছুর চেয়ে এই ব্যাপারটি গুরুত্বপূর্ণ। তার জন্য এটা বিরাট ব্যাপার। আমরা মনে করি শুধু স্যামির পরিবারে নয়, রাজশাহী কিংসের পরিবারেও নতুন অতিথি আসছে।’
৩৩ বছর বয়সী ক্যারিবিয় ক্রিকেটার স্যামি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। এবার তার পরিবারে আসছে তৃতীয় অতিথি।
৫ ডিসেম্বর রাজশাহীর শেষ ম্যাচ। প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। তার আগে ঢাকায় ফেরার কথা স্যামির। তবে তার আগে স্ত্রী-সন্তানের মুখটা দেখতে চাইছেন স্যামি।
Discussion about this post