বিশাল সংগ্রহের দিকেই এগোচ্ছিল ভারত। কিন্তু হঠাৎ করেই সেই ভয়ংকর ফর্ম খুঁজে পেলেন ডেল স্টেইন। আর তাতেই বিধ্বস্ত ভারত। দক্ষিণ আফ্রিকান এই পেস বোলার নিলেন ৬ উইকেট। আর ভারতের প্রথম ইনিংস শেষ ৩৩৪ রানে। এরপর শুক্রবার ডারবান টেস্টের দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৮২ রান করেছে স্বাগতিকরা।
এক পর্যায়ে ১ উইকেটে ১৮১ রান ছিল ভারতের। কিন্তু সেই অবস্থানটা ধরে রাখা হয়নি। এটিই জ্যাক ক্যালিসের ক্যারিয়ারের শেষ টেস্ট। শুক্রবার জেপি ডুমিনির বলে স্লিপে রবীন্দ্র জাদেজার ক্যাচ নিয়ে ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ ক্যাচের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ২১০টি ক্যাচ নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের রাহুল দ্রাবিড়।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ১ম ইনিংস- ৩৩৪/১০ (ধাওয়ান ২৯, বিজয় ৯৭, পুজারা ৭০, কোহলি ৪৬, রাহানে ৫১*, ধোনি ২৪; স্টেইন ৬/১০০, মরকেল ৩/৫০)
দক্ষিণ আফ্রিকা: ১ম ইনিংস- ৮২/০ (স্মিথ ৩৫*, পিটারসেন ৪৬*)।
Discussion about this post