জাতীয় দলের পাইপলাইন ঠিক রাখায় মনোযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পথ ধরে এই জুলাই থেকেই শুরু হবে নতুন অনূর্ধ্ব-১৯ দল গঠনের প্রক্রিয়া। ৪০ জনের প্রাথমিক দল ঠিক করে ফেলেছে বিসিবি। এই স্কোয়াড নিয়ে আগামী শনিবার থেকে শুরু হবে ক্যাম্প।
সেই ক্যাম্পের আগে সুখবর। বৃহস্পতিবার যোগ দেবেন দুইজন হাই প্রোফাইল বিদেশি কোচ স্টুয়ার্ট ল আর ওয়াসিম জাফর।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর করোনাভাইরাসের মদ্যে পরের আয়োজনে ভাল করতে পারেনি দল। এবার সেই ব্যর্থতা পেছনে ফেলে জেগে উঠতে চায় জুনিয়র টাইগাররা। এজন্য ২০২৪ সালের বিশ্বকাপের আগে নড়েচড়ে বসেছে বিসিবি।
এ অবস্থায় বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের কোচের দায়িত্ব নিলেন ভারতীয় সাবেক ওপেনার ওয়াসিম জাফর। বিসিবির হাই পাফরম্যান্স দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ হবেন তিনি। অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হচ্ছেন স্টুয়ার্ট ল।
১৪ জুলাই রিপোর্টিংয়ের পর দুদিন পর থেকে ক্যাম্প শুরু হবে বিকেএসপিতে। ৪০ জনের স্কোয়াড থেকে ৩টি দল করে বেশকিছু অনুশীলন ম্যাচ খেলানো হবে। ফিটনেস আর স্কিল অনুশীলনও চলবে। বিষয়ভিত্তিক বিভিন্ন দল থেকেও এই স্কোয়াডে আরো কয়েকজন ক্রিকেটার যোগ দেবেন। এই ক্যাম্প থেকেই গড়া হবে বিশ্বকাপের দল।
দলটির জন্য নতুন ট্রেনার আসছে। ট্রেনার রিচার্ড স্টোনিয়ারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি। তার জায়গায় নতুন ট্রেনার আনা হবে।
Discussion about this post