ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারই প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসেছেন স্টিভেন স্মিথ। বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে অস্ট্রেলিয়ান দলে এক বছরের জন্য নির্বাসিত তিনি। এই সুযোগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে এসেছেন। তার নেতৃত্বে রোববার নিজেদের প্রথম ম্যাচে সিলেটকে হারিয়েছে কুমিল্লা। এই সাফল্যে খুশি তামিম ইকবাল।
স্টিভেন স্মিথকে নিয়ে তামিম বলছিলেন, ‘ও (স্টিভেন স্মিথ) আমাকে এতো দৌড়াচ্ছে! সবাইকে ও খুব একত্র রাখছে। এটা খুব ইতিবাচক। ছেলেদের কষ্ট হবে বুঝতে পারছি এখনই। যারা ভালো ফিল্ডার বাইরে তাদের অনেক দৌড়াদৌড়ি করতে হবে। ও প্রত্যেকটা খেলোয়াড়কে অনেক বেশি ইনভলব করে রাখছে। এটা খুব ভালো দিক। অনেক বেশি অভিজ্ঞ। পাশাপাশি এ টুর্নামেন্টে ভালো খেলার জন্য ও নিজেও বেশ উৎগ্রীব আছে। ও দারুন অধিনায়ক। যদি খেলা ১০ ওভারও হাতে থাকে,তাহলে পরের ২ ওভারের কথাও চিন্তা করে সে। সে এক ভাষায় কথা বলে,আমি অন্য ভাষায়, তারপরও ওকে মানিয়ে নিতে হবে।’
স্মিথের অধিনায়কত্ব দেখে খুশি কোচ সালাউদ্দিনও। বলছিলেন, ‘ওর সাথে খেলোয়াড়দের যোগাযোগ কেমন হচ্ছে সেটা বলা কঠিন। আমাকে হয়তো অ্যাডজাস্ট করতে হবে। স্মিথকেও অ্যাডজাস্ট করতে হবে। কারণ দেশি এবং বিদেশি খেলোয়াড়দের মধ্যে সমন্বয় করা কঠিন। একটু কঠিন হলেও দলের স্বার্থে আমাদেরকে মানিয়ে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে ও অনেক পজিটিভ। এবং সে খেলাটা খুব ভালো চিন্তা করে। যদি খেলা ১০ ওভারে থাকে তাহলে ও দুই ওভার পর কি হবে সেটা নিয়েও চিন্তা করে। তার এদিকটা দেখে বেশ ভালো লাগছে।’
Discussion about this post