আরেকটু হলে হেরেই যাচ্ছিল নিউজিল্যান্ড। বিশ্বকাপ ক্রিকেটে হয়েই যাচ্ছিল আরেকটি অঘটন। শেষ পর্যন্ত অবশ্য কানের পাশ দিয়ে গুলি গেল কিউইদের। স্কটল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে স্বাগতিকরা।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে স্কটিশরা। তারা ৩৬.২ ওভারে তুলে ১৪২ রান। জবাব দিতে নেমে ২৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
কর্ষ্টাজিত এই জয় কিউইদের নিয়ে গেল পরের পর্বে।
সংক্ষিপ্ত স্কোর-
স্কটল্যান্ড: ৩৬.২ ওভারে ১৪২/১০ (কোয়েটজার ১, ম্যাকলয়েড ০, গার্ডিনার ০, মাচান ৫৬, মমসেন ০, ব্যারিংটন ৫০, ক্রস ১৪, ডেভি ১১*, টেইলর ৪, মাজিদ ০, ওয়ার্ডল ০; অ্যান্ডারসন ৩/১৮, ভেটরি ৩/২৪, বোল্ট ২/২১, সাউদি ২/৩৫)
নিউজিল্যান্ড: ২৪.৫ ওভারে ১৪৬/৭ (গাপটিল ১৭, ম্যাককালাম ১৫, উইলিয়ামসন ৩৮, টেলর ৯, এলিয়াট ২৯, অ্যান্ডারসন ১১, রনকি ১২, ভেটরি ৮*, মিল্ন ১*; ডেভি ৩/৪০, ওয়ার্ডল ৩/৫৭, মাজিদ ১/২১)
ফল: ৩ উইকেটে জয়ী নিউজিল্যান্ড
ম্যাচসেরা: ট্রেন্ট বোল্ট
Discussion about this post