ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের বর্তমান চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি এখন পুরো ফিট আছেন। তার হার্টের কন্ডিশন খুব ভালো। তাই বুধবারই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন, বিশিষ্ট কার্ডিয়াক সার্জন দেবী শেঠি।
হাসপাতাল ছাড়ার পর স্বাভাবিক জীবনে ফিরতে সৌরভের লাগবে ২ থেকে ৩ সপ্তাহের বিশ্রামে। এরপরই তিনি চাইলে ক্রিকেটও খেলতে পারবেন। মঙ্গলবার উডল্যান্ডস হাসপাতালে সৌরভ গাঙ্গুলিকে দেখে এমনটাই জানিয়েছেন দেবী শেঠি, ‘সৌরভ একেবারে ফিট। স্বাভাবিক জীবনযাপন তো বটেই। কিছুদিন পর ম্যারাথনও দৌড়তে পারবেন সৌরভ। চাইলে ক্রিকেটও খেলতে পারবেন। বিমানও চালাতে পারবেন। কোনও সমস্যা হবে না।
তিনি আরও বলেন, ‘হার্ট অ্যাটাক হলেও সৌরভের হৃদ্যন্ত্রে কোনও সমস্যা নেই। শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোনও সমস্যা হবে না। একেবারে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন মহারাজ। সৌরভ ধূমপান করেন না। অন্য কোনও বদভ্যাসও নেই। নিয়মিত শরীরচর্চা করেন। তার পরেও এই ধরনের হার্ট অ্যাটাক চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। সৌরভ সবই করেছেন। কিন্তু দীর্ঘদিন কোনও শারীরিক পরীক্ষা করাননি। যে পরীক্ষা এই দেশের যে কোনও রাস্তার ল্যাবরেটরিতেও করানো যায়। ফলে আগে থেকে তার অসুখের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। সৌরভ ওই পরীক্ষা করালে অন্তত ১৫ বছর আগে এই ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা যেত।’
এমনিতেই তেমন কোন সমস্যা ছিলো না সৌরভের। তবে গত শনিবার নিজ বাড়িতে শরীরচর্চার সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি। একপর্যায়ে তিনি অজ্ঞানও হয়ে যান। এরপর তাকে নেওয়া হয় কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে। পরীক্ষার পর চিকিৎসকেরা জানান তার হৃদ্যন্ত্রে তিনটি ব্লকেজ রয়েছে। ঐদিনেই সৌরভের ডান দিকে ধমনিতে এনজিওপ্লাস্টি করে একটি স্টেন্ট বসানো হয়েছিল। এ চিকিৎসায় সাবেক ভারতীয় তারকা ওপেনার সুস্থ হয়ে উঠেছেন।
Discussion about this post