ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই উত্তাল হয়ে পড়ল ভারতীয় ক্রিকেট। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী রাহুল জোহরিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই তৈরি হয়েছে বিতর্ক। আদালতের নিযুক্ত বোর্ডের প্রশাসক কমিটির ভূমিকায় এই কর্তাকে নিয়ে একেবারেই খুশি নন সিএবি সভাপতি। যে কারণে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট ও দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বোর্ডকে একটি চিঠি দিয়েছেন।
রাহুলকে নিয়ে তৈরি বিতর্কে ক্রিকেটভক্তদের চোখে বোর্ডের সম্মানহানি হয়েছে বলে মনে করেন সৌরভ৷ শুধু তাই নয়, বিসিসিআইয়ের সিইওকে অপসারণ দাবি করেছেন ভারতের সাবেক অধিনায়ক।
সৌরভের চিঠিতে লিখেছেন তার চুম্বক অংশ এখানে তুলে ধরা হল।
প্রিয় সুধী
ভারতীয় ক্রিকেট প্রশাসন কোন দিকে যাচ্ছে, সেটা ভেবে আতঙ্কিত হয়ে পড়েই চিঠিটা লিখছি আমি। দেশের হয়ে দীর্ঘদিন ধরে খেলেছি। আমাদের জীবন জেতা-হারা ঘিরে থাকত। বোর্ডের ভাবমূর্তি আমাদের কাছে অসম্ভব গুরুত্বের ছিল। এখনও আমরা উঠে সবার আগে দেখি, আমাদের দল কী করছে। দেশের ক্রিকেট কী করছে…। কিন্তু গভীর দুশ্চিন্তার সঙ্গে (হ্যাঁ, আমি দুশ্চিন্তা শব্দটাই ব্যবহার করছি) বলতে বাধ্য হচ্ছি যে, গত কয়েক বছর ধরে যা চলছে তাতে ক্রিকেটবিশ্বে ভারতীয় ক্রিকেটের যে কর্তৃত্বের জায়গাটা ছিল, তা অনেক নেমে গিয়েছে। আমি জানি না যৌন হেনস্তা নিয়ে সাম্প্রতিক রিপোর্টগুলো কতটা সত্যি। কিন্তু ভারতীয় বোর্ডকে এই বিতর্ক খুব দুঃখজনক দশায় নামিয়ে দিয়েছে। খুব দীনহীন দেখিয়েছে বোর্ডকে। বিশেষ করে ব্যাপারটাকে সামলাতে গিয়ে যেভাবে তারা নাজেহাল হয়েছে। সিওএ প্রথমে চার সদস্যের কমিটি ছিল। এখন সেটা দুইয়ে দাঁড়িয়েছে। আবার সেই দুজন সদস্যের মধ্যেও মতবিরোধ। শুধু তাই নয়। ক্রিকেট মৌসুমের মাঝে ক্রিকেটের নিয়মকানুন পাল্টে যাচ্ছে। যা জীবনে কেউ কখনও শোনেনি। বিভিন্ন কমিটিতে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, চূড়ান্ত অসম্মানজনকভাবে তা পাল্টে দেওয়া হচ্ছে। ভারতের কোচ নির্বাচনে আমার ব্যক্তিগত যা অভিজ্ঞতা হয়েছিল তা এক কথায় শকিং। সেটা নিয়ে যত কম বলা যায়, তত ভালো।
ভারতীয় ক্রিকেটের এই বিশাল অনুরাগীসংখ্যা একদিনে তৈরি হয়নি। অসাধারণ সব ক্রিকেটারদের সঙ্গে দুর্দান্ত সব প্রশাসকের কঠিন পরিশ্রমের কারণে হয়েছে। যাদের সম্মিলিত চেষ্টা মাঠে হাজার হাজার লোক এনেছে। কিন্তু বর্তমানে ভারতীয় ক্রিকেট বড় বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।
Discussion about this post