ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্লে-অফ নিশ্চিত হয়েছিল আগেই। এ কারণেই দলের সেরা কয়েকজনকে বিশ্রাম দিয়ে মাঠে নামে চট্টগ্রাম। তারপরও জয় নিয়েই মাঠ ছেড়েছে বন্দর নগরীর দলটি। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শীর্ষ চারে থাকার লড়াইয়ে হেরে গেল ফরচুন বরিশাল।
শীর্ষস্থান ধরে রেখেই গাজী গ্রুপ চট্টগ্রাম পা রেখেছে শেষ চারে। দল অনায়াসে জিতেছে ৭ উইকেটে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার বরিশালকে ১৪৯ রানে থামিয়ে দেয় চট্টগ্রাম। অথচ বরিশাল প্রথম ১০ ওভারে তুলেছিল ৮৪ রান। পরের ব্যাটসম্যানরা হতাশায় ডুবিয়েছেন দলকে। এরপর চট্টগ্রাম ৮ বল বাকি রেখেই জয়ের বন্দরে নোঙর করে।
দলের সেরা কয়েকজনকে বিশ্রাম দিয়ে মাঠে নামা চট্টগ্রামকে সহজ জয় এনে দেন সৌম্য সরকার। ঝড়ো ফিফটিতে পথ দেখান তিনি। অবশ্য দুইবার জীবন পেয়েছেন সৌম্য। এরপর ৭ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে করেন ৬২ রান। ম্যাচের সেরা তিনিই।
এটি ৭ ম্যাচে চট্টগ্রামের ষষ্ঠ জয়। সমান ম্যাচে বরিশালের পঞ্চম হার। রাজশাহী ও বরিশালের পয়েন্ট ৪। শনিবার এই দুই দলের লড়াইয়ে যারা জিতবে তারাই পা রাখবে শেষ চারে।
সংক্ষিপ্ত স্কোর-
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৪৯/৬ ( সাইফ ৪৬, তামিম ৪৩, পারভেজ ১৪, হৃদয় ৪, আফিফ ২৮*, মিরাজ ১, ইরফান ২, সুমন ৬*; নাহিদুল ৩-০-২৮-০, মেহেদি ৪-০-৩২-০, সঞ্জিত ৪-০-২২-২, রুয়েল ২-০-২২-০, মোসাদ্দেক ৪-০-১৬-২, জিয়াউর ৩-০-২৫-২)।
গাজী গ্রুপ চট্টগ্রাম: ১৮.৪ ওভারে ১৫৩/৩ (সৈকত ৩৯, সৌম্য ৬২, মাহমুদুল ৩১, মিঠুন ৩, মোসাদ্দেক ১২*; মিরাজ ৪-০-৩২-১, তাসকিন ৪-০-৩১-০, সাকিল ২.৪-০-২৩-০, সুমন ৪-০-৩০-২, কামরুল ৩-০-২৭-০, সাইফ ১-০-৯-০)।
ফল: গাজী গ্রুপ চট্টগ্রাম ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সৌম্য সরকার।
Discussion about this post