ক্রিকবিডি২৪.কিম রিপোর্ট
শ্রীলঙ্কার বিপক্ষে আগের দিনেই লিগ পর্বের ম্যাচে হেরে শঙ্কা বাড়িয়ে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তবে সোমবার স্বর্ণ লড়াইয়ের ম্যাচে ব্যাট-বলে ঝড় তুলে সেসব যেন মনেই করতে দেয়নি লাল-সবুজ প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ৭ উইকেটের সহজ জয়ে এবারের এসএ গেমস থেকে স্বর্ণ জিতেছে সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তরা।
কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফাইনালে সোমবার শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে বল হাতে নিয়ে শ্রীলঙ্কার ৮ উইকেট তুলে নিয়ে ১২২ রানে বেধে রাখে লাল-সবুজ প্রতিনিধিরা। জবাব দিতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৮ বলে দুটি চার ও একটি ছয়ে করেন সর্বোচ্চ ৩৫ রান। এদিকে সাইফ হাসান করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান।
সোমবার ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে ৭.৫ ওভারে ৪৪ রানের ভালো শুরু এনে দেন সাইফ হাসান ও সৌম্য সরকার। এরপর ২৮ বলে চারটি চারে ২৭ রান করে সৌম্য ফিরেন কামিন্দু মেন্ডিসের শিকার হয়ে। পরে অবশ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে সাইফ ২২ বলের দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন ৩৯ রান। রান আউট হওয়ার আগে ৩০ বলে তিনটি চার ও দুই ছক্কায় সাইফ করেন ৩৩ রান।
সাইফ ফিরলেও অধিনায়ক শান্ত এক প্রান্তে আগলে ছিলেন। অন্য দিকে ১৬ বলে একটি করে ছয় ও চারে ১৯ রান করেন ইয়াসির আলী। শেষ পর্যন্ত দলের ১৫ রান জয় দূরত্বে রেখে ফেরেন তিনি। এরপর অবশ্য আফিফ হোসেনকে নিয়ে বাকি কাজটা সারেন অধিনায়ক শান্ত।
এর আগে টস হেরে বোলিংয়ের শুরুটাও বেশ হয়েছিল বাংলাদেশের। তারপরও পাথুম নিসানকা ও নিশান মাদুশকা ৪ ওভারে তোলেন ৩৩ রান। এরপর ২২ রান করে নিসানকার রান আউটে ফেরায় বাংলাদেশ। এর কিছুক্ষণ পরই লাসিথ ক্রুসপুল ও অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসকে এক ওভারেই ফেরান হাসান মাহমুদ। পেসার সুমন খানের শিকার মাদুশকা। পরে দুই স্পিনার তানভির ইসলাম ও মেহেদি হাসানও উইকেট শিকারে যোগ দিলে শ্রীলঙ্কা উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। শাম্মু আশানের ২০ বলে ২৫ রান কিছুটা এগিয়ে নিয়েছিল দলকে। সৌম্য সরকারের করা ইনিংসের শেষ ওভারে ১২ রান এলে লঙ্কানদের রান ছাড়ায় ১২০।
১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পেসার হাসান মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ : ২০ ওভারে ১২২/৯ (নিসানকা ২২, মাদুশকা ১৬, ক্রুসপুল ১, মেন্ডিস ৪, আসালাঙ্কা ১২, আশান ২৫, বান্দারা ২, ড্যানিয়েল ৮, কাভিশকা ৫*, সাচিন্দু ৯, আসিথা ০; সুমন ৪-০-১৬-১, তানভির ৪-০-২৮-২, হাসান ৪-০-২০-৩, মেহেদি ৪-০-১৮-১, সৌম্য ৪-০-৩২-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩: ১৮.১ ওভারে ১২৫/৩ (সাইফ ৩৩, সৌম্য ২৭, শান্ত ৩৫*, ইয়াসির ১৯, আফিফ ৫*; আসিথা ৪-০-২১-০, কাভিশকা ২-০-৯-০, ড্যানিয়েল ২-০-১৩-০, আশান ২.১-০-১৯-০, মেন্ডিস ২-০-৯-১, সাচিন্দু ৪-০-৩৩-১, আসালাঙ্কা ২-০-১৮-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: হাসান মাহমুদ।
Discussion about this post