ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্বপ্ন উড়িয়েছিলেন সৌম্য সরকার। তার ব্যাটে জয়ের পথটাও তৈরি হয়েছিল। কিন্তু তিনি ফিরতেই সবশেষে। পারল না বাংলাদেশ। সেই হারের বৃত্তে দল। মঙ্গলবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে ২৮ রানে নিউজিল্যান্ডের কাছে হারল মাহমুদউল্লাহ রিয়াদের দল। তার পথ ধরে ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজও এক ম্যাচ আগেই জিতল স্বাগতিক নিউজিল্যান্ড।
অথচ সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিং কিছুটা হলেও আশা জাগিয়েছিল। কিন্তু তার বিদায়ের পর রানের গতি ধরে রাখতে পারেননি কোনো ব্যাটসম্যান। মাথা নীচু করে আরেকটি ম্যাচে মাঠ ছাড়ল টাইগাররা।
বৃষ্টি আইনে খেলা দাঁড়ায় ৯৬ বলের। যেখানে টাইগারদের জিততে চাই ১৭০ রান। কিন্তু এমন অবস্থায় নাঈমের ৩৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। তবে অপর প্রান্তে ২৭ বলে ৫১ রান করে ফিরলেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য। ৫২ টি-টুয়েন্টিতে এটি তার মাত্র তৃতীয় ফিফটি। দ্রুততম ফিফটির রেকর্ডের সম্ভাবনা জাগান তিনি। বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটি ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের। সৌম্যর রান ছিল ১৫ বলে ৪০। এরপর কিছুটা স্লো হয়ে যান তিনি।
সৌম্যর বিদায়ে জয় কঠিন হয়ে যায়। শেষ ১২ বলে জয়ের জন্য বাংলাদেশের চাই ৪৫ রানের। সেটি হয়নি। অধিনায়ক মাহমুদউল্লাহর ২১ রান শুধু ব্যবধানটাই কমিয়েছে।
এই সিরিজ জয় দিয়ে চলতি গ্রীষ্মে নিজেদের চারটি টি-টোয়ন্টি সিরিজই জিতল কিউইরা। আগের তিনটি জয় ছিল ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ১৭.৫ ওভারে ১৭৩/৫ (গাপটিল ২১, অ্যালেন ১৭, কনওয়ে ১৫, ইয়াং ১৪, ফিলিপস ৫৮*, চাপম্যান ৭, মিচেল ৩৪*; নাসুম ৪-০-২৫-০, সাইফ ৩-০-৩৫-১, তাসকিন ৩.৫-০-৪৯-১, শরিফুল ৩-০-১৬-১, মেহেদি ৪-০-৪৫-২)।
বাংলাদেশ: (লক্ষ্য ১৬ ওভারে ১৭০) ১৭ ওভারে ১৪২/৭ (নাঈম ৩৮, লিটন ৬, সৌম্য ৫১, মাহমুদউল্লাহ ২১, আফিফ ২, মিঠুন ১, মেহেদি ১২*, সাইফ ৩, তাসকিন ০*; সাউদি ৪-০-২১-২, বেনেট ৪-০-৩১-২, মিল্ন ৩-০-৩৪-২, সোধি ৩-০-৩৪-০, ফিলিপস ৩-০-২০-১)।
ফল: বৃষ্টি আইনে নিউজিল্যান্ড ২৮ রানে জয়ী।
Discussion about this post