টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে একের পর এক হোঁচট খেয়ে সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। প্রথম তিন ম্যাচের মধ্যে দুটি হেরে ব্যাকফুটে চলে যাওয়া দলের সামনে চতুর্থ ম্যাচে জয় ছিল অপরিহার্য। সেই চাপ সামলেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সোহানরা। ডারউইনে নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে ২২ রানে জয় পেয়ে আবারো জয়ের স্বাদ পেল টাইগাররা।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। ওপেনার নাঈম শেখ ও জিসান আলম পাওয়ার প্লেতেই দলকে এনে দেন ৫৫ রানের ঝড়ো শুরু। নাঈমের ১১ বলে ২৫ রানের ইনিংস ছিল চোখধাঁধানো। জিসানও ২৩ বলে ৩০ রান করে দলের ভিত মজবুত করেন। তবে সাইফ হাসান ব্যাট হাতে হতাশ করেছেন, ১০ বলে করেছেন মাত্র ৩ রান।
এরপর চাপ সামাল দেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। আফিফ শুরুতে ধীরলয়ে এগোলেও শেষদিকে ঝড় তোলেন এবং অপরাজিত থাকেন ৪০ বলে ৪১ রান করে। সোহান খেলেন ২৩ বলে ৩৫ রানের দারুণ ইনিংস। শেষদিকে ইয়াসির আলী চৌধুরী যোগ করেন ১৩ বলে অপরাজিত ২২ রান। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান দাঁড় করায় বাংলাদেশ ‘এ’ দল।
১৭৩ রানের টার্গেটে খেলতে নেমে নর্দান টেরিটরি শুরুতেই ব্যাকফুটে চলে যায়। মাত্র ২৪ রানের মাথায় হারায় তিন উইকেট। হাসান মাহমুদ, রিপন মন্ডল ও তোফায়েল আহমেদের বোলিংয়ে ধস নামে অজিদের ইনিংসে। তবে মাঝের ওভারে কনর ক্যারল (৩০ বলে ৪৩) ও জর্ডান সিল্ক (৪১ বলে ৪৮) প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ফিফটির আগেই দুজনকেই ফেরান রাকিবুল হাসান। এরপর ম্যাচ আর ঘুরে দাঁড়ায়নি।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানে থামে নর্দান টেরিটরির ইনিংস। বাংলাদেশ জয় পায় ২২ রানে। রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ ও হাসান মাহমুদ নেন দুটি করে উইকেট।
এই জয়ে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো জয় দেখল বাংলাদেশ ‘এ’ দল। ব্যর্থ সূচনার পর এই সাফল্য শুধু পয়েন্ট টেবিলেই নয়, দলকে দিয়েছে আত্মবিশ্বাসও। এখন বাকি ম্যাচগুলোতে ভালো কিছু করার প্রত্যাশায় এগোচ্ছে সোহানরা।
১১ দলের আসরে পয়েন্ট তালিকায় এখন সাত নম্বরে বাংলাদেশ দল। পরের ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ মেলবোর্ন স্টার্স একাডেমি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’: ২০ ওভারে ১৭২/৪ (নাঈম ২৫, জিসান ৩০, সাইফ ৩, আফিফ ৪১*, সোহান ৩৫, ইয়াসির ২২*; মেনজিস ৪-০-৪৩-২, রিচার্ডসন ১-০-২১-০, হ্যামন্ড ৩-০-২৭-১, শর্ট ৪-০-১৯-১, অ্যান্ড্রুস ৪-০-৩৭-০, মার্টিন ৪-০-১৯-০ )।
নর্দান টেরিটরি স্ট্রাইক: ২০ ওভারে ১৫০/৭ (শর্ট ৭, ওয়েদারাল্ড ৪, ক্যারল ৪৩, এল্ডার ৩, সিল্ক ৪৮, অ্যান্ড্রুস ১৮, হ্যামন্ড ৫, ম্যাকম্যাহন ১০*, মার্টিন ৫*; নাঈম ৪-০-৩১-০, হাসান ৪-০-২৩-২, রিপন ৪-০-৪৪-১, তোফায়েল ৪-০-২৬-২, রকিবুল ৪-০-২২-২)।
ফল: বাংলাদেশ ‘এ’ দল ২২ রানে জয়ী।
Discussion about this post