মিরপুরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়াইটা যেন ছিল নুরুল হাসান সোহান বনাম মোহামেডান। ঢাকা প্রিমিয়ার লিগের এই ম্যাচে ২১৭ রানের পুঁজি নিয়েও দারুণ বোলিংয়ে জয়ের পথ দ্রুতই তৈরি করে নেয় মোহামেডান। কিন্তু প্রতিরোধ গড়েন সোহান। একার লড়াইয়ে জিইয়ে রাখেন ধানমন্ডির জয়ের আশা। ৯২ বলে সেঞ্চুরি করা ব্যাটসম্যানকে হতাশ করে ২৩ রানের জয় পায় মোহামেডান।
ধানমন্ডির শুরুটা ভালো হলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। হাবিবুর রহমান ১৬ বলে ৩১ রান করলেও অপরপ্রান্তে ধারাবাহিকভাবে উইকেট পতন হতে থাকে। চার নম্বরে নামা সোহান একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন।
৭৯ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ধানমন্ডি। সোহান তখনো অপরাজিত ৪৩ রানে। ধাপে ধাপে তিনি দলকে এগিয়ে নেন। শেষ উইকেট পড়ার আগে ৯২ বলে ১০০ রানের লড়াকু ইনিংস খেলে বিদায় নেন তিনি। তার বিদায়ের সাথেই ১৯৩ রানে অলআউট হয় ধানমন্ডি।
মোহামেডানের হয়ে সাইফউদ্দিন ৩টি, তাইজুল ইসলাম ২টি, তাসকিন আহমেদ ২টি উইকেট নেন। সাত ম্যাচে মোহামেডানের এটি পঞ্চম জয়, সমান ম্যাচে ধানমন্ডির জয় তিনটি।
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান: ৫০ ওভারে ২১৬/৬ (হৃদয় ৫৩*, মাহিদুল ৪৪, তামিম ২৬; কামরুল ৩/৫৪)
ধানমন্ডি: ৪৩.৩ ওভারে ১৯৩ (সোহান ১০০, হাবিবুর ৩১; সাইফউদ্দিন ৩/৩৪)
ফল: মোহামেডান ২৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: নুরুল হাসান সোহান
Discussion about this post