আন্তর্জাতিক ক্রিকেটের মোহ কাটিয়ে এখন দল গঠনের দিকে নজর বিসিবির। ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে ব্যাকআপ দল, আর সেই ভাবনার অংশ হিসেবে আবারও অস্ট্রেলিয়ার ডারউইনের পথে পাড়ি জমাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এবারের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে থাকছেন কাজী নুরুল হাসান সোহান-একজন অভিজ্ঞ সেনানী, যিনি সামলাবেন তরুণদের কাঁধে ভর করে গড়া এই মিশন।
গত বছর প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। নতুন কন্ডিশন, অচেনা প্রতিপক্ষ, এবং কঠিন পরিবেশ-সব মিলিয়ে অনেক কিছু শেখার মঞ্চ ছিল সেটি। এবার দ্বিতীয়বারের মতো যখন যাচ্ছে ‘এ’ দল, তখন লক্ষ্য স্পষ্ট- শিখতে হবে, জিততেও হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে ১৫ সদস্যের স্কোয়াড। তাতে আছে পরিচিত নাম যেমন আছে, তেমনি উঁকি দিচ্ছে নতুন সম্ভাবনা। ব্যাটিং লাইনআপে সাইফ হাসান, নাঈম শেখ কিংবা আফিফ হোসেন ধ্রুবদের মতো জাতীয় দলের সাবেক-বর্তমান মুখ যেমন আছেন, তেমনি সুযোগ পেয়েছেন তরুণ জিসান আলম ও তোফায়েল আহমেদের মতো প্রতিভাবান ক্রিকেটাররাও, যারা ঘরোয়া লিগে নজর কেড়েছেন।
এই দলের মধ্যমণি অবশ্যই সোহান। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের আশেপাশে থাকা এই ব্যাটার এবার পেছন থেকে নেতৃত্ব দেবেন। তরুণদের উদ্বুদ্ধ করবেন, চাপের সময় গাইড করবেন এবং প্রয়োজন হলে সামনে দাঁড়িয়ে লড়াইয়ের মানে বোঝাবেন।
বোলিং বিভাগেও রয়েছে গভীরতা। হাসান মাহমুদের মতো জাতীয় দলের প্রতিষ্ঠিত পেসার আছেন, আছেন প্রতিশ্রুতিশীল মুশফিক হাসান ও রিপন মণ্ডল। স্পিন বিভাগে নাঈম হাসান এবং রাকিবুল হাসানও বড় দায়িত্বে থাকবেন। পাশাপাশি অলরাউন্ড বিভাগে মৃত্যুঞ্জয় চৌধুরী ও মাহফুজুর রহমান রাব্বির পারফরম্যান্স দলকে ভারসাম্য এনে দেবে।
সূচি অনুযায়ী, ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের যাত্রা। এরপর একে একে খেলতে হবে নেপাল, পার্থ স্কচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। প্রতিটি ম্যাচই হবে কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রতিটি ম্যাচই সম্ভাবনার দরজা খুলে দিতে পারে কারো জন্য।
সবশেষে, ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে চারদিনের একটি ম্যাচ, যেখানে প্রতিপক্ষ হবে সাউথ অস্ট্রেলিয়া। এই ম্যাচ হবে তরুণদের জন্য লাল বলে নিজেদের যাচাই করে নেওয়ার পরীক্ষামূলক মঞ্চ।
বাংলাদেশ ‘এ’ দল
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল ও হাসান মাহমুদ।
Discussion about this post