সময়টা আসলে স্টিভেন স্মিথের। ব্যাট হাতে রীতিমতো চমক দেখিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। দীর্ঘ ৫০ বছর পর গ্যারি সোবার্সের টেস্টে দ্বিতীয় দ্রুততম ৬ রানের রেকর্ড স্পর্শ করলেন তিনি। অনন্য এ মাইলফলক ছঁতে গতকাল সিডনি টেস্টে অস্ট্রেলিয়ান অধিনায়কের প্রয়োজন ছিল মাত্র ২৬ রান। দিন শেষ আগেই এ ডানহাতি পেয়ে যান ৬০০০ রান। এরই পধ ধরে ইংল্যান্ডের ৩৪৬ রানের জবাবটাও দারুণ দিয়ে যাচ্ছে স্বাগতিকরা। ২ উইকেটে ১৯৩ এরইমধ্যে তুলে ফেলেছে দলটি। যদিও ইংল্যান্ডের চেয়ে এখনো ১৫৩ রানে পিছিয়ে দলটি।
সেই ১৯৬৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি। মাত্র ১১১তম ইনিংসে এ রান করে এ মাইলফলকের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হয়েছিলেন। ৫০ বছর পর গতকাল তাকে ছুঁলেন স্মিথ।
তার আগে চেষ্টা করেও সোবার্সকে স্পর্শ করতে পারেননি কুমার সাঙ্গাকারা (১১৬) ও সুনীল গাভাস্কার (১১৭)। টেস্টে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ডটি রয়েছে ক্রিকেটের আরও অনেক রেকর্ডের মালিক ডন ব্র্যাডম্যান। এ রেকর্ডটি মাত্র ৬৮টি ইনিংসেই গড়েছিলেন তিনি। এখনও পর্যন্ত তার ধারে কাছে যেতে পারেনি কেউ।
সিডনি টেস্টে তৃতীয় দিন শেষে অবশ্য নায়ক উসমান খাজা। মাত্র ১ রানে ব্যানক্রফট আউট হওয়ার পর নেমেছিলেন তিনি। স্মিথকে (৪৪*) সঙ্গী করে দিন পার করে দিয়েছেন এ ডানহাতি। ৭ চার ও ১ ছক্কায় ২০৪ বল খেলে তিনি অপরাজিত ৯১ রানে।
Discussion about this post