ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃসময় পেছনে ফেলে ফের মুক্তি মিলল। এক বছরের নিষেধাজ্ঞা শেষে মুক্ত সাকিব আল হাসান। ভক্তরাও অভিনন্দন জানাচ্ছেন তাকে। সাকিব নিজেও কৃতজ্ঞ। এই মহা তারকা জানিয়ে রাখলেন তার ক্যারিয়ারের সেরা সময়টা আসেনি।
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিজের ইউটিউব চ্যানেলে সংবাদকর্মী ও ভক্ত-সমর্থকদের নানা প্রশ্নের উত্তর দিলেন সাকিব। সাকিব জানালেন, ‘আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত এখনও আসেনি। সেরা মুহূর্ত হবে বাংলাদেশের হয়ে কোনো বিশ্বকাপ জয়। আর সেটা ওয়ানডে হোক অথবা টি-টুয়েন্টি। যদি মনে করি, সেরাগুলোর একটি হলো অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচ জয় ও ব্যক্তিগত দিক থেকে এবারের বিশ্বকাপে আমার পারফরম্যান্স।’
পাঠকদের জানাই আছে, ২০১৭ সালে মিরপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস এরপর দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট। মনে রাখার মতো পারফরম্যান্স। এরপর ২০১৯ বিশ্বকাপে করেন ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান। সঙ্গে বল হাতে নেন ১১। বিশ্বকাপ ইতিহাসের সেটি সেরা অলরাউন্ড নৈপুন্য।
আসছে তিন বছরে তিনটি বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন সাকিব। ২০২১ ও ২০২২ সালে পরপর দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ। এরপর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ।
সামনেই চোখ তার। জানালেন, ‘টি-টুয়েন্টিতে আমি জানি না আমরা কতটা এগিয়েছি। তবে এই সংস্করণের একটা সৌন্দর্য্য হলো, কেউ ফেবারিট নয়, যে কোনো দিন যে কোনো দল যে কাউকে হারাতে পারে। ওইটা আমাদের একটা ভরসা। যেহেতু আমরা এখন নিয়মিত টি-টুয়েন্টি খেলেছি, ২০১৫-১৬ থেকে অনেক ভালো একটা দল আমরা, অনেক বুঝতে পারি কিভাবে খেলা উচিত, সেটা আমাদের সাহায্য করবে আরেকটু ভালো খেলার জন্য। দেখুন, ২০২৩ বিশ্বকাপ এখনও বেশ দূরে। করোনাভাইরাসের কারণে সেভাবে খেলাও হয়নি। আমার মনে হয় না এটা নিয়ে কেউ ভাবতে পেরেছে। হয়ত এক-দেড় বছর আগে থেকে ওটা নিয়ে ভাবনা শুরু হবে আমাদের।’
Discussion about this post