শুরুতে গুঞ্জন ছিল-দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। কিন্তু শক্তিশালী সেরা দলটা নিয়েই আসছে ইংলিশরা। আগামী মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। এই দুটি সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করল ক্রিকেট বোর্ড ইসিবি।
প্রায় সাত বছর পর আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড। এই দুই সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে কল ইসিবি।
পিএসএল খেলারা কারণে বাংলাদেশ সফরে নেই অ্যালেক্স হেলস। উইল জ্যাকসকেও পাচ্ছে না সফরকারীরা। এছাড়া স্যাম বিলিংস, লিয়াম ডউসন এই সফরে নেই। ইনজুরির বাদ জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোন।
আগামী ১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ৩ ও ৬ মার্চ। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। দুই দলই এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই সফরেই প্রথম ২০ ওভারের ক্রিকেটে দেখা যাবে ইংল্যান্ডকে।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।
Discussion about this post