ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ পিছিয়েছে, এটা পুরনো খবর। নতুন খবর হলো এবার এই আসরে খেলবেন না দেশসেরা তারকারা। বিশ্বকাপ সামনে রেখে সবাই এই টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছেন নিজেদের। দেশের একমাত্র লিস্ট-এ টুর্নামেন্টে খেলছেন না এটা ওপেনার তামিম ইকবাল আগেই জানিয়েছেন। বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে চাইছেন না তিনি।
ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও পুরো লিগ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সুপার লিগের আগে মাঠে নামার সম্ভাবনা নেই তার। পাশাপাশি সাকিব আল হাসান রয়েছেন ইনজুরিতে। তারও ঢাকা লিগে খেলার সম্ভাবনা নেই। এমন কী মুশফিকুর রহীমও খেলবেন না এবারের লিগে।জাতীয় দলের চার সিনিয়রকে মিস করবেন ঘরোয়া এই লিগ।
বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে তারকা ক্রিকেটাররা এই টুর্নামেন্ট থেকে সরে যেতে চাইছেন। প্রিমিয়ার লিগের ড্রাফট মঙ্গলবারই হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয় ১৮ ফেব্রুয়ারি। লিগ শুরুর সম্ভাব্য তারিখ ১ মার্চ। এরইমধ্যে সিসিডিএম সমন্বয়ক আমিন খান বলেন, ‘তারিখ ৯০ শতাংশ চূড়ান্ত। সবকিছু ঠিকঠাক থাকলে ১ মার্চই খেলা শুরু হবে।’
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান মুশিকের না খেলার বিষয়টি সামনে এনেছেন। তিনি জানান, ‘তামিম বিশ্বকাপ প্রস্তুতির জন্য এবারের লিগ থেকে নিজেকে সরিয়ে নিতে চায় বলে বোর্ডকে চিঠি দিয়েছিল। পরে মুশফিকও একই আবেদন করেছে। বোর্ড সেটা গ্রহণ করেছে। ওরা এবারের লিগে খেলছে না।’
Discussion about this post