এবার প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়নি। চ্যাম্পিয়ন হিসেবে খেলতে গিয়ে অষ্টম হয়ে দেশে ফিরেছে বাংলাদেশের যুবারা। তবে যুবাদের এবারের বিশ্বকাপে নজর কাড়লেনকেয়েকজন ক্রিকেটার। তারমধ্যে অন্যতম পেসার রিপন মন্ডল। তার পুরস্কারটাও পেলেন। বিশ্বকাপের সেরা দলে জায়গা করে নিলেন তিনি।
উইন্ডিজের অ্যান্টিগায় ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বকাপ শেষ হতেই ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টের সেরা একাদশ। ধারাভাষ্যকার, আইসিসি ম্যাচ রেফারি ও সাংবাদিকদের নিয়ে গড়া নির্বাচক প্যানেল গড়ে ১২ সদস্যের দল।
এই দলে তিনজন রয়েছেন চ্যাম্পিয়ন ভারতের। রানার্সআপ ইংল্যান্ড আর পাকিস্তান থেকে দুই জন করে। একজন করে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ও আফগানিস্তান দলের।
দলের তিন পেসারের একজন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের রিপন মন্ডল। জুনিয়রদের বিশ্বকাপে এবার ৬ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। কিন্তু দুঃখজনক হলেও সত্য দুই সেঞ্চুরিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২১৫ রান করেও আরিফুল ইসলাম নেই সেরা একাদশে।
যুব বিশ্বকাপের সেরা দল-
হাসিবউল্লাহ খান (উইকেটকিপার, পাকিস্তান), টিগ উইলি (অস্ট্রেলিয়া), ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), ইয়াশ ধুল (অধিনায়ক, ভারত), টম প্রেস্ট (ইংল্যান্ড), দুনিথ ওয়াল্লালাগে (শ্রীলঙ্কা), রাজ বাওয়া (ভারত), ভিকি অস্তওয়াল (ভারত), রিপন মন্ডল (বাংলাদেশ), আওয়াইস আলি (পাকিস্তান), জশ বয়ডেন (অস্ট্রেলিয়া)।
দ্বাদশ খেলোয়াড় : নুর আহমাদ (আফগানিস্তান)।
Discussion about this post