ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাট-বল হাতে ফর্মের তুঙ্গে রয়েছেন। সে ধারাবাহিকতায় এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে দুটি সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। শীর্ষ রান সংগ্রাহকের দৌড়েও রয়েছেন বেশ ভালোভাবেই। এদিকে ১০ উইকেটও নিয়েছেন। ধারাবাহিক এ সাফল্যই এ টুর্নামেন্টের ইতিহাসে সেরা অলরাউন্ডারের পথে বেশ এগিয়ে গেছেন তিনি।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ন্যূনতম ১০ উইকেট ও ২৫০ রান করা খেলোয়াড়দের তালিকায় যারা আছেন, সাকিবের (৩৩) উইকেট সংখ্যা এর মধ্যেই সবার চেয়ে বেশি। তারপর রয়েছেন কপিল দেব (২৮ উইকেট), মার্ক ওয়াহ ও সনাৎ জয়সুরিয়া (২৭ উইকেট), জ্যাক ক্যালিস (২১ উইকেট), যুবরাজ সিং (২০ উইকেট), তিলকারত্নে দিলশান (১৮ উইকেট), স্কট স্টাইরিস (১৭ উইকেট), অরবিন্দ ডি সিলভা (১৬ উইকেট), ক্রিস গেইল ও স্টিভ টিকোলো (১৫ উইকেট), স্যার ভিভ রিচার্ডস ও সৌরভ গাঙ্গুলী (১০ উইকেট)। বর্তমান ক্রিকেটারদের মধ্যে সাকিব ছাড়া এ তালিকায় আছেন শুধু গেইল। তাই বলা যায়, এ ক্ষেত্রে সাকিব ধরাছোঁয়ার বাইরে।
এদিকে বিশ্বকাপে ন্যূনতম ১০ উইকেট আর ২৫০ রান করা খেলোয়াড়দের তালিকায় সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের মধ্যে সাকিবের অবস্থান ষষ্ঠ (১০১৬ রান) । এ তালিকায় সবার উপরে জয়সুরিয়া (১১৬৫ রান)। দুইয়ে জ্যাক ক্যালিস (১১৪৮ রান)। তিনে ক্রিস গেইল (১১৪৪ রান)। চারে তিলকারত্নে দিলশান (১১১২ রান)। আর পাঁচে অরবিন্দ ডি সিলভা (১০৬৪ রান)।
ইতিহাসে অলরাউন্ডারদের অলরাউন্ডার হতে সাকিবের আর দরকার ১৫০ রান। অবশ্য রানের দৌড়ে গেইলও ভালোভাবেই আছেন। জয়সুরিয়াকে টপকাতে তার লাগে মাত্র ২১ রান।
এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত এ তারকা ৬ ম্যাচে ৪৭৬ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১০ উইকেট।
Discussion about this post