ক্রিকবিডি২৪ রিপোর্ট
সদ্য শেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার নিত্য নতুন অভিজ্ঞতা হয়েছে ক্রিকেটারদের। শুরুতে ছিল এলোমেলো, নানা বিতর্কে সয়লাব। কিন্তু এরপরই বেশ জমে উঠে মাঠের লড়াই। শেষ অব্দি নবম বিপিএলে দেখা গেল দেশি ক্রিকেটারদের দাপট। আর এখানেই বাজিমাত কলেন নাজমুল হোসেন শান্ত। সিলেটের এই ওপেনার বনে গেলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন বিপিএলে
সিলেট স্ট্রাইকার্সের এই বাঁহাতি ওপেনার শুরু থেকেই ছিলেন দাপুটে। যদিও নিজে ভাল খেললেও শেষটাতে পথ হারাল তার দল। কুমিল্লার কাছে বৃহস্পতিবার ফাইনালে হারল সিলেট। তবে শান্ত ঠিকই জিতলেন সেরার পুরস্কার।
এবারের বিপিএলে ১৫ ম্যাচে ৩৯.৬৯ গড়ে ৫১৬ রান করেন শান্ত। বাংলাদেশি হিসেবে প্রথমবার ৫০০ রান ছাড়িয়ে গেলেন তিনি। ফিফটি ছিল ৪টি। সর্বোচ্চ অপরাজিত ৮৯ রান। স্ট্রাইক রেট ১১৬.৭৪। ৪ হাঁকালেন ৫৭টি আর ছক্কা ১২টি।
এই লড়াইয়ে শান্তর চেয়ে এগিয়ে রাইলি রুশো। ২০১৮ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ১৩ ইনিংসে ৫৫৮ রান করেন তিনি। আগের মৌসুমেই এই দক্ষিণ আফ্রিকান ৪৯৫ রান করেন, খুলনা টাইগার্সের পক্ষে।
নাজমুল হোসেন শান্তর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান ছিল মুশফিকুর রহিমের। ২০১৯ সালে তিনি খুলনা টাইগার্সের হয়ে ১৪ ইনিংসে করেন ৪৯১ রান।
টুর্নামেন্ট সেরা হয়ে শান্ত পেলেন ১০ লাখ টাকা পুরস্কার। এই আনন্দে এই ওপেনার বলছিলেন, ‘দল খুব ভালো খেলেছে। কিন্তু ফাইনাল আমাদের দিন ছিল না। পুরো টুর্নামেন্টে আমরা খুব ভালো খেলেছি। আমি প্রতিটি খেলায় রান করার চেষ্টা করি আর ভাগ্যক্রমে এই টুর্নামেন্টে ভালো করেছি আমি।’
Discussion about this post