ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি শুধু ভারতের সেরা নন, সর্বকালের সেরাদের অন্যতম। সেই সুনীল গাভাস্কার এবার তার প্যানেল নিয়ে নির্বাচন করলেন একুশ শতকের সেরা টেস্ট ব্যাটসম্যান। যেখানে সবাইকে টপকে সেরাদের সেরা হলেন শচীন টেন্ডুলকার। কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস আছেন এরপরই।
শ্রীলঙ্কান কিংবদন্তি উইকেট-কিপার কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে শতাব্দীর সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন শচীন। স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার আর সমর্থকরা মিলে এই রায় দিয়েছেন। স্টার স্পোর্টসের ভোটিং প্যানেলে ছিলেন ভারতীয় গ্রেট গাভাস্কার ছাড়া ছিলেন ভিভিএস লক্ষ্মণ, ইরফান পাঠান, আকাশ চোপড়া।
সেরা ঘোষণা করে স্টার স্পোর্টসের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে গাভাস্কার বলেন, ‘সেরা বাছাইয়ের লড়াই বেশ কঠিন ছিল আমাদের জন্য। সাঙ্গাকারা ও সচিন দুজনই অনবদ্য। কিন্তু এই পুরস্কার আমার প্রিয় মুম্বাইকার শচীন পাচ্ছেন।’
এই প্রতিযোগিতায় সেরা হতে শচীনের প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রায়ান লারা, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, জ্যাক কালিস, অ্যালেস্টার কুকদের মতো কিংবদন্তিরা ক্রিকেটার। তবে সেরা তিনে কুমার সাঙ্গাকারা ও জ্যাক ক্যালিস।
১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক শচীনের। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ৩৪৩৫৭ রান তার। ২০০ টেস্টে ১৫৯২১ রানের সঙ্গে ৪৬৩টি ওয়ানডে ম্যাচে ১৮৪২৬ রান। টেস্টে ৫১টি ও একদিনের ম্যাচে ৪৯টি শতরান।
শচীন ক্রিকেট খেলে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছে। পেয়েছেন অর্জুন পুরস্কার, রাজিব গান্ধী ‘খেলরত্ন’ পুরস্কার, ২০১০ সালে স্যার গ্যারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ডও উঠেছে তার হাতে।
Discussion about this post