ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার রাত টায় মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। তবে এ ম্যাচের পাকিস্তানের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে শঙ্কা ভর করেছে।
শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন। সাবধানতার অংশ হিসেবে করোনা পরীক্ষা করা হয়েছে। তবে সেই পরীক্ষায় দুইজনই নেগেটিভ সনদ পেয়েছেন।
হাই ভোল্টেজ ম্যাচের আগে বুধবারঅনুশীলন করেছে পাকিস্তান জাতীয় দল। তবে এই অনুশীলন সেশনে দেখা যায়নি মালিক ও রিজওয়ানকে। আপাতত তাদের বিশ্রামের পরামর্শ দিয়েছে মেডিকেল টিম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তাই অনিশ্চয়তা বিরাজ করছে মালিক ও রিজওয়ানের। ম্যাচের দিনই সিদ্ধান্ত হবে তাদের খেলা কিংবা না খেলার ব্যাপারে।
চলতি আসরে মালিক ও রিজওয়ান দুইজনই দারুণ ফর্মে রয়েছেন। দলকে সেমিফাইনালে তুলতেও রেখেছেন বড় ভূমিকা। তারা খেলতে না পারলে অপরাজিত পাকিস্তানের জন্য তা বড় দুঃসংবাদ হবে।
রিজওয়ান খেলতে না পারলে একাদশে সুযোগ পেতে পারেন সরফরাজ আহমেদ। বাবর আজমের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে ফখর জামানকে। মালিক একাদশে না থাকলে সেমিফাইনালে সুযোগ পেতে পারেন তরুণ ব্যাটার হায়দার আলী।
Discussion about this post