কার্ডিফে স্বপ্নের অধ্যায় ফের বার্মিংহামে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার ফিরেই রাজ্যের ক্লান্তি ঘিরে ধরে মাশরাফি-মুশফিকদের। শহরে পা দিয়েই অবশ্য জানতে পারেন সেমিফাইনালে প্রতিপক্ষ ভারত।
অবশ্য দলের ক্রিকেটাররা প্রত্যাশার চাপ নিচ্ছেন না। নির্ভার থেকে ফাইনালে উঠার ম্যাচটা খেলতে চাইছেন সবাই। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার সতীর্থদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘মাথায় বাড়তি চাপ না নিয়ে খেলাটা উপভোগ করে যাও।’
অবশ্য অনেকেই এখনো সেমিতে টাইগারদের প্রতিপক্ষ নিয়ে দ্বিধায় আছেন। কিন্তু ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত । কারণটাও সংগত, দক্ষিণ আফ্রিকার দেয়া ১৯২ জবাবে ৩৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। তাদের পয়েন্ট ৪ ও রান রেট (+১.৩৭)।
এখন ভারতকে টপকে যেতে হলে শ্রীলঙ্কার প্রথমে ব্যাট করে কমপক্ষে ২৯২ রানের ব্যবধানে জিততে হবে। এটা এক কথায় অসম্ভবই। পাকিস্তানকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে ২৭০ রানের ব্যবধানে জিততে হবে। এজন্যই নিশ্চিত যে ভারতই বাংলাদেশের প্রতিপক্ষ।
১৫ জুন, বৃহস্পতিবার সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে এজবাস্টনে। শুরু হবে বাংলাদেশ সময় বিকল সাড়ে ৩টায়।
Discussion about this post