এই বিশ্বকাপের চমক জাগানো দল কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ব্রাজিল। ফাইনালে উঠার লড়াইয়ে স্বাগতিকরা পাচ্ছে আরেক জায়ান্ট জার্মানিকে।
শুক্রবার ফোর্তেলেজাজ দুই ডিফেন্ডার দিয়াগো সিলভা আর ডেভিড লুইসের গোলে কলম্বিয়ানদের হারায় ব্রাজিল। পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন হামেস রদ্রিগুয়েজ। এটি ব্রাজিল বিশ্বকাপে তার ৬ষ্ঠ গোল। গোলদাতাদের শীর্ষে আছেন তিনিই।
৬ষ্ঠ বিশ্বকাপ ট্রফি জেতার পথে আরো একধাপ এগিয়ে গেল সিলভার দল।
কিন্তু দুঃসংবাদ ইনজুরিতে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেল মহাতারকা নেইমারের। মঙ্গলবার বেলো হরিজন্তের মাঠে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে লড়বে স্বাগতিক ব্রাজিল।
নেইমারের ইনজুরিরে পাশাপাশি আরেক দুঃসংবাদ-দুই হলুদ কার্ড থাকায় ম্যাচটা খেলতে পারছেন না অধিনায়ক ডিয়াগো সিলভা।
Discussion about this post