ইংল্যান্ডের অস্ট্রেলিয়া বধের পরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারের টিকিট পেয়ে গেছে বংলাদেশ। আইসিসির কোনো ইভেন্টে এবারই প্রথম সেমিফাইনালে উঠল টাইগাররা। এখন একটাই প্রশ্ন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে?
‘এ’ গ্রুপে মাশরাফি বিন মর্তুজার দল ৩ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে। সমীকরণের হিসেবে যেটা এখন দাঁড়িয়েছে তা হচ্ছে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভারত অথবা দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সেমিফাইনাল ম্যাচটি খেলবে ১৫ জুন বার্মিংহ্যামের এজবাস্টনে।
‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দুই পরাশক্তি পাকিস্তান এবং শ্রীলংকার বিরুদ্ধে জয়ী দলের মুখোমুখি হবে। কিন্তু এ সমীকরণে কোনো নিশ্চয়তা নেই। কারণ ‘বি’ গ্রুপের চারটি দলেরই অর্জন ২ পয়েন্ট করে।
ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের ফলাফল রোববার জানা যাবে। শ্রীলংকা এবং পাকিস্তানের ভাগ্য জানা যাবে সোমবার। সেমিফাইনালে বাংলাদেশ লড়তে হতে পারে পাকিস্তানের বিপক্ষেও। শ্রীলংকার বিরুদ্ধে খেলতে হতে পারে। এটা নির্ভর করছে এই দুই দলের মধ্যে যে দল বড় ব্যবধানে জিতবে তারাই বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে। দুইটি দলই নিজ গ্রুপে তৃতীয় এবং চতুর্থ স্থানে আছে।
Discussion about this post