বিশ্বকাপ ফুটবলে বিদায়ের সুর। ৩২ দল নিয়ে শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ। তারমধ্যে ছিটকে গেছে ২৮ দল। লড়াই এবার ৪ দেশের। সেমি-ফাইনালে বাঁশি বেজেছে গ্রেটেস্ট শো অন আর্থের। মাঠে নামতে প্রস্তুত ৪ দেশ।
শেষ দল হিসেবে শনিবার দিবাগত রাতে সেমির টিকিট পেয়েছে ফ্রান্স। তারা ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। হ্যারি কেইনের পেনাল্টি মিসে সর্বনাশ ইংলিশদের। একই রাতে বড় অঘটনের জন্ম দিয়েছে মরক্কো। ক্রিশ্চিয়ানো রোনালদোকে কাঁদিয়ে উঠেছে শেষ চারে। দল জিতেছে ১-০ গোলে। প্রথম আফ্রিকান দেশ হিসেবে তারা উঠে এসেছে বিশ্বকাপের সেমি-ফাইনালে।
আরব দেশ মরক্কো দ্বিতীয় রাউন্ডে স্পেনকে চমকে দিয়েছিল। চমক ছিল অন্য কোয়ার্টার ফাইনালেও। বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিল বিদায় করেছে ক্রোয়েশিয়া। টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আরেক কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা হারিয়েছে নেদারল্যান্ডসকে। যেখানে টাইব্রেকারে শেষ হাসি লিওনেল মেসিদের।
সেমি ফাইনালে ইউরোপের প্রতিনিধ বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও গত বারের রানার্স আপ ক্রোয়েশিয়া। দক্ষিণ আমেরিকা থেকে আছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর আফ্রিকার প্রথম প্রতিনিধি দেশ হিসেবে মরক্কো আছে শেষ চারে।
কাতার বিশ্বকাপে গত ২২ দিনে গ্রুপপর্ব, রাউন্ড অফ সিক্সটিন ও কোয়ার্টার ফাইনালের ৬০ ম্যাচ হয়েছে। এখন বাকি আরও চার ম্যাচ।
সেমি ফাইনাল সময়সূচি
ম্যাচ তারিখ সময়
আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ১৪ ডিসেম্বর রাত ১টা
ফ্রান্স-মরক্কো ১৫ ডিসেম্বর রাত ১টা
Discussion about this post