ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সামনেই শ্রীলঙ্কা সফর। আগামী মাসের শেষদিকে ৩ টেস্টের সিরিজ খেলতে দ্বীফ দেশটিতে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। তার আগে এখন অবশ্য ক্রিকেটারদের ক্যাম্প শুরু হয়নি। ব্যক্তিগতভাবেই চলছে অনুশীলন।
একইসঙ্গে কোচিং স্টাফরাও যোগ দেননি দলের সঙ্গে। শনিবার ২২ আগষ্ট জানা গেল- সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শুরুতেই ঢাকায় আসার কথা হেড কোচ রাসেল ডমিঙ্গোর।
২ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় পা রাখার আগে জোহানেসবার্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে ডমিঙ্গোকে। এরপর রাজধানী এসে ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে হবে টাইগার কোচকে। তাকে রাখতে শহরের একটি পাঁচতারকা হোটেলে রুম বুক করে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
করোনাভাইরাসের কারণে দৃশ্যপট পাল্টে গেছে। এখন বাংলাদেশে পা রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে আসতে হয়। বাংলাদেশের ক্রিকেট কোচদেরও মানতে হবে সেই নিয়ম। অন অ্যারাইভাল ভিসা পাবেন ঠিকই তবে তাদের নিতে হবে মন্ত্রনালয়ের অনুমতি। বিসিবি এনিয়ে কাজ শেষ করেছে। এ কারণে ডমিঙ্গোসহ অন্য কোচদের আসতে কোন সমস্যা নসেই।
সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় দলেরপ্রতিজন কোচই এসে পড়বেন ঢাকায়। ডমিঙ্গোর চলে আসবেন ফিল্ডিং কোচ রায়ান কুক। এরপরই বোলিং কোচ ওটিস গিবসন।
কারণ অক্টোবরেই শ্রীলঙ্কার সঙ্গে লড়াই। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে এক মাস আগে ঢাকা ছাড়বেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা।
Discussion about this post