আসলে তিনি কতো বড় ক্রিকেটার সেটা পরিসংখ্যানই ভাল করে জানিয়ে দেয়! টেস্ট ক্রিকেটে ১৩ হাজারেরও বেশি রান। উইকেট ২৯২টি। আবার ওয়ানডেতে রান ১১ হাজারেও বেশি। উইকেট ২৭৩টি! শুধু এ সময়ের নন, সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন জ্যাক ক্যালিস। বিদায় বেলাতেও সেই ম্যাজিক থাকল। রোববার ডারবানে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১১৫ রান করেন ক্যালিস। তার ক্যারিয়ারের ৪৫ তম টেস্ট সেঞ্চুরি। এ রান করে টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দ্রাবিড়কে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে গেলেন তিনি।
স্পিনার রবীন্দ্র জাদেজার বল ডিপ মিড-উইকেটে ঠেলে দিয়েই তিন অংকের ম্যাজিকাল স্কোর ছুঁয়ে ফেলেণ ক্যালিস। ভারতের বিপক্ষে তার সপ্তম টেস্ট সেঞ্চুরি। সেই জাদেজার বলেই উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ইতিহাস গড়ে শেষবারের মতো সাজঘরে হাটা দেন দক্ষিন আফ্রিকার সর্বকালের সেরা ক্রিকেটার।
তার এক সময়ের সতীর্থ শন পোলক শ্রদ্ধা জানাতে গিয়ে বললেন, ‘আমরা হয়তো আগামিতেও একজন ক্যালিসকে পাব, তবে তার জন্য দু’জন ক্রিকেটার দরকার পড়বে। একজন ব্যাট হাতে রান করবে, আরেকজন বল হাতে উইকেট নেবে।’
হ্যাঁ ঠিক তাই। ক্যালিসের তুলনা ক্যালিস নিজেই!
http://youtu.be/dBDqZjMs6xk
Discussion about this post