জয়ের কাছে গিয়েও জয় দেখা হলো না বাংলাদেশের। একটুর জন্য হাত ফস্কে গেল ঢাকা টেস্ট। আগের দিন বিকেল থেকেই রাজত্ব ছিল টাইগারদের। সকালটাও দারুণ ছিল। কিন্তু দুপুর শুরুর আগেই সর্বনাশ। শনিবার শেষ বিকেলের দিকে ১৪৫ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ভারত। ২৯ রানে ৩ উইকেট চলে যেতেই বিরাট কোহলি আসেন উইকেটে।
এই ডানহাতি ব্যাটারকে ১ রানে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ৩৭ রানেই ৪ উইকেট শেষ ভারতের। বিরাটের ক্যাচটা শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল হক তালুবন্দি করতেই উদযাপন শুরু করে দেন মিরাজ। আর সেই উদযাপনটা চোখে লেগেছে কোহলির। গরম মেজাজের কোহলি এর প্রতিবাদ করেন। যদিও শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও আম্পায়ারের মধ্যস্থতায় পরিস্থিতি ঠিকঠাক হয়।
তবে এই ঘটনা বেশি দূর গড়ায়নি। রোববার ৩ উইকেটে হেরেও পুরস্কার প্রদাণ মঞ্চে হাসিমুখ ছিল মিরাজের। ৫ উইকেট নিলেও দলকে জেতাতে পারেনি। তারপরও তার হাসি থামছিলই না। কারণটা হলো বাংলাদেশের অলরাউন্ডারকে ডেকে একটি জার্সি উপহার দিলেন কোহলি।
ওয়ানডে সিরিজের সময় কোহলির কাছে তার একটি জার্সি চেয়েছিলেন মিরাজ। টেস্ট সিরিজ শেষে সেই কাঙ্ক্ষিত উপহার পেয়ে গেলেন তিনি। ভারতের ওয়ানডে জার্সির পেছনে অটোগ্রাফ দিয়ে কোহলি লিখেছেন, ‘To Mehidy, Best wishes.’
মিরাজ টেস্ট শেষে গণমাধ্যমে বললেন, ‘আমিই তার কাছে চেয়েছিলাম একটি জার্সি। তার মতো গ্রেট ব্যাটসম্যানের একটি জার্সি নিজের সংগ্রহে রাখতে পারা বড় ব্যাপার। আজকে তিনি ডেকে নিয়ে জার্সি দিলেন। বেশ মজাও করলেন তিনি, ‘মেহেদী, আমাকে আউট করে আমার কাছ থেকে জার্সি নিয়ে যাচ্ছিস!’ খুব ভালো লেগেছে এত বড় একজন ক্রিকেটার আমার কথাটি মনে রেখে উপহার দিয়েছেন।’
এরপর মিরাজ সেই জার্সির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলির কাছ থেকে পাওয়া বিশেষ এক স্মারক।’
Discussion about this post