দিন কয়েক ধরেই আলোচনায় তিনি। জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি দল থেকে বিশ্রামে যাওয়ার পর সোশাল মিডিয়ায় তার একটা ছবিই জন্ম দিয়েছে আলোচনার। অনেকেই বলছেন এভাবে দল থেকে ছিটকে যাওয়াটা ঠিক পছন্দ হচ্ছে না মুশফিকুর রহিমের। ঠিক এমন সময়ে হাসিমুখে আন্তর্জালে দেখা গেল জাতীয় দলের সাবেক অধিনায়ককে। অবশ্য উপলক্ষ্যটাও দারুণ!
২০২১ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের একাদশে থাকার একটা স্মারকও পেয়ে গেলেন মুশফিক। এই অর্জনের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার বিশেষ ক্যাপ পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ক্যাপটি পরে ছবি পোস্ট করলেন মুশি।
গত বছরের বর্ষসেরা ওয়ানডে দলে শুধু মুশফিক নয়, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আরও জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।
গত জানুয়ারিতে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করে। তারপর এবার স্মারক ক্যাপটি হাতে পেলেন মুশফিক। হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। আইসিসির লোগো থাকা সেই ক্যাপে লেখা, ‘আইসিসি ওডিআই টিম অব দ্য ইয়ার।’ ভক্তরা এরপর ছবিটির কমেন্ট বক্সে শুভেচ্ছা বন্যায় ভাসিয়ে দিচ্ছেন।
৫০ ওভারের ক্রিকেটে ২০২১ সালের পারফরম্যান্স বিবেচনায় গড়া সেই দলে থাকা মুশফিক ছিলেন অপ্রতিরোধ্য। গত বছর বাংলাদেশের সাফল্যে বড় ভূমিকা ছিল তার। ৯ ম্যাচ খেলে এক সেঞ্চুরিতে রান করেন ৪০৭ রান। গড় ৫৮.১৪। সঙ্গে কিপার হিসেবে নেন ৮ ক্যাচ। করেন দুটি স্ট্যাম্পিং।
২০২১ সালের আইসিসি ওয়ানডে বর্ষসেরা দল
পল স্টার্লিং, জান্নেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষ্মন্ত চামিরা।
Discussion about this post