ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হৃদরোগে আক্রান্ত হওয়া ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব এখন ভালো আছেন। আগের থেকে তার শরীরের অবস্থা উন্নতির দিকে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।
বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে কপিলকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর পর ভারতের সাবেক তারকার এনজিওপ্লাস্টি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, তিনি এখন সংকটমুক্ত এবং সুস্থতার পথে। আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। হাসপাতালের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্রিকেট ব্যক্তিত্ব কপিল দেবের মধ্যরাতে এনজিওপ্লাস্টি হয়েছে। তিনি এখন আইসিইউতে রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এ ক্রিকেট তারকাকে। অবস্থা স্থিতিশীল। এমনটা চললে কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে।’
এদিকে হাসপাতাল থেকেই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কপিল দেব। এক টুইট বার্তায় সাবেক এই কিংবদন্তি লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা এবং উদ্বেগের জন্য ধন্যবাদ। আপনাদের শুভেচ্ছাবার্তায় আমি আপ্লুত। সুস্থ হয়ে উঠছি আমি।’
১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক কপিলের। এরপর ১৯৮৩ সালে লর্ডসে ক্রিকেট ইতিহাস গড়ে তারই নেতৃত্বে। কপিলের নেতৃত্বে ভারত জেতে বিশ্বকাপ। সেই বিশ্বকাপেই জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংসও খেলেন কপিল।
ভারতের হয়ে ১৩১টি টেস্ট খেলে ব্যাট হাতে ৫,২৪৮ রান নিয়েছেন কপিল; বল হাতে নিয়েছেন ৪৩৪টি উইকেট। এ ছাড়া ২২৫টি ওয়ানডে খেলে ২৫৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩,৭৮৩ রান করেন।
Discussion about this post