দেশসেরা ওপেনার তামিম ইকবাল এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকদের মতে, সবকিছু ঠিক থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন তিনি।
বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর এক সংবাদ সম্মেলনে এই সুখবর জানান চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাব উদ্দিন তালুকদার বলেন, ‘তামিম এখন অনেকটাই ভালো আছেন। তিনি খাওয়াদাওয়া করতে পারছেন, স্বাভাবিকভাবে কথা বলছেন। আজই সিসিইউ থেকে সাধারণ কেবিনে নেওয়া হয়েছে। আরও এক-দুই দিন পর্যবেক্ষণে রেখে তাকে বাসায় পাঠানো হবে।’
শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে এখনও ধাক্কা সামলাতে পারছেন না তামিম। মাত্র ৩৬ বছর বয়সে হার্ট অ্যাটাকের শিকার হওয়া তাকে দারুণভাবে নাড়া দিয়েছে। তাই তার জন্য বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
অধ্যাপক শাহাব উদ্দিন বলেন, ‘তামিম নিজেও বিশ্বাস করতে পারছেন না যে তার এত কম বয়সে এমন ঘটনা ঘটল। এটি মানসিকভাবে অনেক কঠিন একটি বিষয়। তাই আমরা একজন বিশেষজ্ঞ মনোবিদ নিয়োগ করেছি, যিনি তার মানসিক চাপ কমাতে সাহায্য করবেন।’
তামিম আবার মাঠে ফিরতে পারবেন কি না, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। চিকিৎসকদের মতে, আগামী ৩-৪ মাস তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তারপরই তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
চিকিৎসকরা জানিয়েছেন, ‘তামিমের হার্টের মুভমেন্ট কিছুটা কমে গেছে, যা স্বাভাবিকভাবেই ঘটে। তবে তার উন্নতির সম্ভাবনা ভালো। ভবিষ্যতে তিনি খেলতে পারবেন কি না, তা নির্ভর করবে পুনর্বাসন কার্যক্রম ও পরবর্তী পরীক্ষার ওপর।’
Discussion about this post