লম্বা বিরতির পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পেয়েছেন ওপেনার সাইফ হাসান। ঘরোয়া ক্রিকেট, বিপিএল এবং টি-টোয়েন্টি লিগগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স করেই ফিরেছেন তিনি। এশিয়া কাপে জায়গা করে নেওয়ার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেই হয়তো দেখা মিলবে তার ঝালিয়ে নেওয়ার সুযোগের।
বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেছেন সাইফ। তিনি বলেন, ‘আমার মনে হয় আমার যে দুর্বলতা ছিল, সেগুলো নিয়ে কাজ করেছি। লেগ সাইডে কিছু শট ডেভেলপ করার চেষ্টা করেছি। অফ সাইড সবসময় আমার শক্তির জায়গা ছিল। স্পিনের বিপক্ষে রেঞ্জ হিটিং উন্নত করার চেষ্টা করেছি। আল্লাহর রহমতে সুযোগ তৈরি হয়েছে, ইনশাআল্লাহ সেটি কাজে লাগানোর চেষ্টা করব।’
দীর্ঘদিন পর দলে ফেরার উচ্ছ্বাসও প্রকাশ করেন এই ব্যাটার, ‘প্রথমবার আসার সময় যেমন এক্সাইটমেন্ট ছিল, অনেক দিন পর ফিরে এসেও সেটাই অনুভব করছি। আশা করি ভালো কিছু করার চেষ্টা করব। দলের পরিবেশ দারুণ, সবাই ইতিবাচক মানসিকতায় আছে। যদি এভাবেই একে অপরকে সমর্থন করি, তাহলে অবশ্যই বাংলাদেশ দল সামনে ভালো কিছু করবে।’
এশিয়া কাপের স্কোয়াডে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের সঙ্গে আছেন সাইফও। দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার লিটন দাস তাঁর অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ বলছেন। লিটন বলেন, ‘সাইফ গত বিপিএল, গ্লোবাল সুপার লিগ আর অস্ট্রেলিয়া সিরিজে ভালো খেলেছে। মাঝের ওভারে একজন আগ্রাসী ব্যাটার দরকার ছিল, যে প্রয়োজনে বলও করতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে যেভাবে পারফর্ম করেছে, আশা করি এখানেও তা করবে।’
একইসঙ্গে তিন বছর পর টি–টোয়েন্টি দলে ফেরা নুরুল হাসান সোহানকেও স্বাগত জানিয়েছেন লিটন। তাঁর মতে, দুজনের অন্তর্ভুক্তি বাংলাদেশকে আরও শক্তিশালী করবে।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হবে সাইফের নতুন অধ্যায়। ৩০ আগস্ট ঢাকায় মাঠে নামবে দুই দল। এরপরই অপেক্ষা এশিয়া কাপে সাইফের বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার।
Discussion about this post