ক্যারিয়ারটাই হুমকির মুখে পড়ে গিয়েছিল আল আমিন হোসেনের। অবশ্য মাঠের ক্রিকেটের জন্য নয়। মাঠের বাইরে কিছু কাণ্ড তাকে জাতীয় দল থেকে নির্বাসনে পাঠিয়ে দেয়। এই পেসার সেই ভুল শুধরে উঠার সুযোগটা পেলেন। ফের জাতীয় দলের দরজা খুলে যেতে পারে তার। কেননা, আল আমিন আছেন অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে। এবার আর সেই ভুল পথে হাটতে রাজী নন তিনি। জানিয়ে দিলেন সুযোগ কাজে লাগাতে দৃঢ় প্রতিজ্ঞ।
জাতীয় দল থেকে বাদ পড়ার পর হাল ছাড়েন নি। দাপটে খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। সেখানে ভাল খেলেই ডাক পেলেন প্রাথমিক দলে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগের ১৪ ম্যাচে ২৯ উইকেট নেন তিনি। সেই সাফল্যে আত্মবিশ্বাসী আল আমিন বলেন, ‘জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছি গত টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে। এরপর ঢাকা লিগে ভালো খেলার পরও আফগানিস্তানের বিপক্ষে ডাক পাইনি আমি। ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে থাকলেও খেলার সুযোগ হয়নি। এরপর কয়েকটি সিরিজেই দলে বাইরে ছিলাম। এবার প্রাথমিক দলে ডাক পাওয়ার পর মূল দলে ফেরে পেতে চাই আমি।’
১০ জুলাই শুরু হবে ক্যাম্প। তার আগেই মাঠে অনুশীলন শুরু করে দিলেন আল আমিন। জানালেন, ‘ক্যাম্পে যদি বোলিং দিয়ে কোচ-নির্বাচকদের খুশি করতে পারি, তাহলে হয়ত আবারো সুযোগ মিলবে। শতভাগ দিয়ে নিজেকে প্রস্তুত করছি আমি। ফিটনেস, শৃঙ্খলা সবদিক মেনে চলার চেষ্টা করব, যেনো সুযোগ পেলে তা কাজে লাগাতে পারি।’
২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। ২৭ থেকে ৩১ আগস্ট মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ থেকে ৮ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।
Discussion about this post