ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগে জায়গা করে নিয়েছে শেখ জামাল-গাজী গ্রুপ,। শীর্ষেই নিজেদের অবস্থান মজবুত করল প্রাইম ব্যাংক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৬ উইকেটে হারিয়ে শীর্ষ দল হিসেবেই সুপার লিগে জায়গা করে নিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে সকালের বাকি দুই ম্যাচ, সুপার লিগে উঠেছে শেখ জামাল ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টির প্রাথমিক পর্বের শেষ দিনে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৫ উইকেটে হারায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল প্রাইম ব্যাংক। সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে খেলাঘর রেলিগেশন লিগ এড়ানো নিয়েই ভাবছে।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা খেলাঘর ম্যাচের প্রথম ওভারেই হারায় দুই উইকেট। এক পর্যায়ে ৯ ওভারে তাদের রান যখন ৪ উইকেটে ৬১, খেলা বন্ধ হয় বৃষ্টিতে। এরপর ম্যাচ নেমে আসে ১০ ওভারে। খেলাঘরের ইনিংস থামে ৬৮ রানে।
ডিএলএস পদ্ধতিতে প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭৪ রান। রনি তালুকদারের ঝড়ো ব্যাটিংয়ে দল পায় সহজ জয়। ১৯ বলে ৩৯ রান করে আউট রনি। অধিনায়ক এনামুল হক ১৬ বলে ১৭।
সংক্ষিপ্ত স্কোর-
খেলাঘর: ১০ ওভারে ৬৮/৫ (সাদিকুর ১, কমল ৩১*, মিরাজ ০, ফরহাদ হোসেন ৮, রাফসান ১০, সালমান (আহত অবসর) ৮, মাসুম ০, রিশাদ ৪*; নাহিদুল ৩-০-১২-২, শরিফুল ১-০-৪-০, মনির ৩-০-২৪-১, নাঈম ১-০-১২-০, মুস্তাফিজ ২-০-১২-০)।
প্রাইম ব্যাংক: (লক্ষ্য ১০ ওভারে ৭৪) ৯.১ ওভারে ৭৪/৫ (রনি ৩৯, তামিম ৯, এনামুল ১৭, মিঠুন ১, নাহিদুল ১, অলক ০*, রুবেল ৪*; রনি ১-০-১৪-০, মিরাজ ২-০-৫-০, ইফরান ২-০-১৬-২, খালেদ ২-০-৮-০, রিশাদ ১-০-১২-০, মাসুম ১.১-০-১৭-১)।
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ডিএলএস পদ্ধতিতে ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রনি তালুকদার।
Discussion about this post