ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ শুরু হয়েছে আজ বৃষ্টির অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের মধ্য দিয়ে। প্রথম দিনের তিন ম্যাচেই বৃষ্টির কারণে খেলা বারবার বন্ধ হলেও প্রতিটি ম্যাচেই ফল এসেছে। তবে এই বৃষ্টিবিঘ্নিত দিনে বাজিমাত লিজেন্ডস অব রূপগঞ্জ ও আবাহনী লিমিটেডের। সুবিধা করতে পারেনি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। তাদের হারে শীর্ষস্থান দখল করেছে আবাহনী লিমিটেড, আর চারে নেমে গেছে গাজী গ্রুপ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের সবচেয়ে আলোচিত ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ৯ উইকেটে হারিয়েছে মোহামেডানকে। টসে হেরে ব্যাট করতে নেমে ২৯.৪ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে মোহামেডান। এরপর নামে দীর্ঘ সময়ের বৃষ্টি। খেলা পুনরায় শুরু হলে ডিএলএস পদ্ধতিতে রূপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯৩ রান, যা তারা ১৩.২ ওভারে এক উইকেট হারিয়ে সহজেই অর্জন করে। সাইফ হাসান ৪৪ বলে ৫৫ রান ও সৌম্য সরকার ৩৩ বলে ৩৬ রান করে দলের জয় নিশ্চিত করেন।
মোহামেডানের ইনিংসে ওপেনার আনিসুল ইসলামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৫ রান। জাতীয় দল, ইনজুরি ও নিষেধাজ্ঞায় ৮ ক্রিকেটারকে ছাড়া মাঠে নামা মোহামেডানের জন্য এই হার ছিল বড় ধাক্কা, যা তাদের শিরোপা দৌড়ে পিছিয়ে দিলো।
বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে অগ্রণী ব্যাংককে বৃষ্টি আইনে ৪ উইকেটে হারিয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে আবাহনী। ইমরুল কায়েসের ৪৮ রানে ভর করে অগ্রণী ব্যাংক ২৪.৪ ওভারে তোলে ১০৯ রান। এরপর বৃষ্টি নামলে আবাহনীর সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ১৫৭ রান। ওপেনার জিসান আলমের ২৭ বলে ৪৬ রানে ভর করে ১৯.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
দিনের আরেক ম্যাচে বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। গাজী গ্রুপের করা ১১০ রানের জবাবে ডিএলএস পদ্ধতিতে ২২ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৬২ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে নাঈম ইসলামের ঝোড়ো ৫৬ রানের ইনিংসে ভর করে জয় তুলে নেয় গুলশান।
সুপার লিগের প্রথম দিনেই তাই জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। বৃষ্টি যেখানে ম্যাচের গতি বারবার থামিয়েছে, সেখানে রূপগঞ্জ ও আবাহনী তুলে নিয়েছে মূল্যবান জয়, আর মোহামেডান ও গাজী গ্রুপকে নিতে হয়েছে হতাশাজনক হার।
Discussion about this post