ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইংল্যান্ড ২ : সুইডেন ০
লড়াই অনেকটাই একপেশে হল। চেনা প্রতিপক্ষকে এবার পাত্তাই দিল না ইংল্যান্ড। সুইডেনকে শনিবার সামারা অ্যারেনায় ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের পর ফের সেমিফাইনালে উঠল দলটি। ৫২ বছর পর শিরোপা জয়ের পথে আরেকটু এগিয়ে গেল ইংলিশরা।
কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে গোল দুটি করেছেন হ্যারি ম্যাগুইয়া ও ডেলে আলি।
ম্যাচের পুরো ৯০ মিনিটেই দাপুটে ফুটবল খেলেছে ইংলিশরা। এবার আর কাগুজে বাঘ হয়ে থাকেনি তারা। তারুন্য নির্ভর দলটা রাশিয়াতে গতির ঝড় তুলে আলোচনাতেই থাকছে। তারেই পথ ধরে
ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় ‘৬৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। অ্যাশলি ইয়াংয়ের কর্নার থেকে উড়ে আসা বলে লাফিয়ে উঠে হেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারার (১-০)। ইংল্যান্ডের হয়ে এটি তার প্রথম গোল। আর সেটাই বিশ্বকাপের ময়দানে।
খেলার ৪৪ মিনিটেও ব্যবধানটা দ্বিগুন করার সুযোগ পায় ইংল্যান্ড। কিন্তু সুইডিশ গোলরক্ষক ওলেসেনকে একা পেয়েও গোল করতে পারলেন না রহিম স্টার্লিং। তবে ৫৮ মিনিটে ডেলে আলি দ্বিগুন করেন ব্যবধান। সতীর্থ জেসি লিনগার্ড গোলের উৎস তৈরি করে দিয়েছিলেন।
এই ম্যাচেও গোলপোস্টের নীচে প্রাচীর তুলে দাঁড়িয়েছিলেন ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড। কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে বল আটকে জাতীয় বীর হয়েছিলেন তিনি। এবার সুইডিশদের একাধিক আক্রমণ অকার্যকর করে দেন তিনি।
তবে এই ম্যাচে খেলার দেখা পাননি হ্যারি কেইন। অবশ্য ইংল্যান্ড অধিনায়ক ৬ গোল করে গোল্ডেন বুট জয়ের পথে সবার চেয়ে এগিয়ে তিনি। সামনে আরো দুটো সুযোগ থাকছে তার! গ্যারি লিনেকারের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে গোল্ডেন বুটটা পেয়েই যেতে পারেন তিনি।
Discussion about this post