আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নের সেমিনার।এ কারণে ২ নভেম্বর ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করা যাচ্ছে না। বিপিএল গভর্নিং কাউন্সিল ঢাকার পরিবর্তে এবার সিলেট থেকেই শুরু হবে পঞ্চম আসরের খেলা শুরু করতে যাচ্ছে।
জানা গেছে সেমিনার উপলক্ষে অন্তত চারশ’ থেকে পাঁচশ’ বিদেশি অতিথি আসবেন রাজধানীতে। তখন বিলাসবহুল হোটেলে আবাসন নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এই কথা ভেবে বিপিএল গভর্নিং কাউন্সিল সিলেট থেকে টুর্নামেন্ট শুরু করছে।
পাশাপাশি ভয়াবহ বন্যার কারণে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে বিসিবি। উদ্বোধনী অনুষ্ঠানে যে অর্থ ব্যয় করা হতো তা তুলে দেয়া হবে বন্যার্তদের হাতে। বিসিবির পক্ষ থেকে ২৫ আগস্ট সিরাজগঞ্জ গিয়ে ত্রাণ বিতরণ করা হবে।
Discussion about this post