আগের ম্যাচেই চার ক্রিকেটারের অভিষেক করিয়েছিল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টুয়েন্টি ক্যাপ পেলেন আবু জায়েদ রাহী এবং মেহেদী হাসান। আবার ইনজুরি কাটিয়ে ফিরেছেন তামিম ইকবাল। সাব্বির রহমান জায়গা হারালেন। সাব্বিরের পরিবর্তে দলে আছেন মোহাম্মদ মিঠুন।
ম্যাচে রোববার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিঠুন সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন ২০১৬ বিশ্বকাপে।নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের পর আবারো ফিরলেন ২৮ বছর বয়সী মিঠুন। মিরপুরে প্রথম টি-টুয়েন্টিতে ২৫ রান দিয়ে দুই উইকেট নেয়া অপু একাদশে জায়গা ধরে রাখলেন। তবে বাদ আফিফ হোসেন।
রোববার আফিফের পরিবর্তে একাদশে সুযোগ পেলেন অফস্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে ১০ ম্যাচে ২৫.৭০ গড়ে ১০ উইকেট নেয়ার পুরস্কারটা পেলেন তিনি।
আর খুলনা টাইটান্সে খেলা পেসার রাহি গত বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। নেন ২০.৩৮ গড়ে ১৮ উইকেট।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল অপু, মুস্তাফিজুর রহমান এবং আবু জায়েদ রাহী।
শ্রীলঙ্কা দল: আমিলা আপোনসো, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), কুশল মেন্ডিস, জীবন মেন্ডিস, দানুশঙ্কা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, আকিলা ধনঞ্জয়া, শেহান মাদুশাঙ্কা, ইসুরু উদানা।
Discussion about this post