করোনাকালে সতর্ক থেকেও লাভ হচ্ছে না। এই ভাইরাসের ছোবলে পড়তেই হচ্ছে। এবার বাংলাদেশ সফরে এসে করোনা পজিটিভ হলেন আফগানিস্তান দলের আট ক্রিকেটার। এ ছাড়া দলের সাপোর্ট স্টাফের তিন সদস্য ও এক ক্রিকেটারের স্ত্রীও করোনা আক্রান্ত হলেন।
অবশ্য দলের বাকি ক্রিকেটাররা দিনটা হোটেলবন্দি থাকেননি। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করছেন তারা।
গত ১২ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশে পা রাখে আফগানিস্তান ক্রিকেট দলের ২২ সদস্য। একদিন পরই সিলেটে পৌঁছে এক দিনের কোয়ারেন্টাইন করে তারা। কিন্তু এরমধ্যেই কোয়ারেন্টাইন শেষে মাঠে যেতেই আসে করোনা পরীক্ষার ফল।
এমনিতে সিলেটে আফগানিস্তান ক্রিকেট দল অনুশীলন করবে এক সপ্তাহ। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। প্রস্তুতি ক্যাম্প শেষে তারা উড়ে যাবে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে যাবে। তবে সিলেটের প্রস্তুতি ক্যাম্পে নেই দলটির তারকা লেগ স্পিনার রশিদ খান ও অভিজ্ঞ তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী। চলমান পাকিস্তান সুপার লিগে খেলে ২০ ফেব্রুয়ারি সঙ্গে যোগ দেবেন তারা।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি
ওয়ানডে সিরিজ
ম্যাচ তারিখ ভেন্যু সময়
প্রথম ওয়ানডে ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বেলা ১১টা
দ্বিতীয় ওয়ানডে ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বেলা ১১টা
তৃতীয় ওয়ানডে ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বেলা ১১টা
টি-টুয়েন্টি সিরিজ
ম্যাচ তারিখ ভেন্যু সময়
প্রথম টি-টুয়েন্টি ৩ মার্চ ঢাকা বিকেল ৩টা
দ্বিতীয় টি-টুয়েন্টি ৫ মার্চ ঢাকা বিকেল ৩টা
Discussion about this post