হঠাৎ দেখায় দলটাকে বিবর্ণ মনেই হতে পারে। বড় কোন তারকা নেই। কিন্তু ঠিকই দাপুটে দল গড়ল সিলেট সানরাইজার্স। ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের নিয়ে দল গড়েছে চায়ের শহরের দলটি। শুক্রবার শুরু বিপিএলে সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন আর চট্টগ্রামের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ।
গত বুধবার রাতে সিলেট সানরাইজার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়ক হিসেবে মোসাদ্দেকের নাম জানানো হয়। আবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক হিসেবে মিরাজের নাম প্রকাশ করেছে।
অবশ্য নেতৃত্বে দু’জনই অভিজ্ঞ। ২০১৯-২০ মৌসুমের বিপিএলে সিলেটের আরেক ফ্র্যাঞ্চাইজি সিলেট থান্ডারের অধিনায়ক ছিলেন মোসাদ্দেক। ২০১৯ বিপিএলে রাজশাহী কিংস দলের নেতৃত্বে দেখা যায় মিরাজকে। আবার মোসাদ্দেকের নেতৃত্বে বিসিএলের একদিনের ম্যাচের টুর্নামেন্ট জয় লাভ করে ওয়ালটন মধ্যাঞ্চল।
দ্বায়িত্ব পেয়ে খুশি মিরাজ। বলছিলেন, ‘দেখুন, এটা আমার দ্বিতীয়বার সিলেটের অধিনায়কত্ব করা। আপনারা সবাই আমাদের সমর্থন করবেন, যেন ভালো ফল আনতে পারি। আমাদের দলে রোমাঞ্চকর সব ক্রিকেটার আছে। সবশেষ কয়েকদিন আমরা খুব ভালো অনুশীলন সেশন করেছি। আমরা খুবই আশাবাদী। আমাদের স্থানীয় ক্রিকেটার যারা আছেন, আমরা জানি তারা সবাই ঘরোয়া ক্রিকেটে কেমন পারফর্মার। দেশের ক্রিকেটে আমরা সবাই অনেকবার প্রমাণ করেছি তা। আমি আশা করব, দল হিসেবে খেলতে পারলে ভালো ফল আনতে পারব।’
Discussion about this post