ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘুম ভাঙলো, কিন্তু বড্ড দেরিতে। অবশেষে জয়ের দেখা মিলল। তারপরও মুখে হাসি নেই মাহমুদউল্লাহ রিয়াদের। কারণ দল যে আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে। তাইতো খুলনা টাইটানসের অধিনায়ক মুখ ভার করেই মাঠ ছাড়লেন বুধবার। তার আগে অবশ্য তার দল হারাল সিলেট সিক্সার্সকে।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার সিলেটকে ২১ রানে হারিয়েছে খুলনা। এই হারে প্লে-অফে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে সিলেটের। কারণ ৮ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে তারা। চলতি বিপিএলে ৯ ম্যাচ খেলে দ্বিতীয় জয় পেল খুলনাও।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে খুলনা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৭০ রান। জবাব দিতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রানে থামে সিলেট সিক্সার্স।
ম্যাচে শুরুতেই আউট সিলেটের লিটন দাস। জাতীয় দলে ডাক পাওয়া সাব্বির রহমান ফিরেন ১৩ রানে। আফিফ হোসেন ২৪ বলে ২৯। মোহাম্মদ নওয়াজ লড়াই করে থামেন ৩৪ বলে ৫৪ রানে। নিকোলাস পুরান ২৮। খুলনার স্পিনার তাইজুল ইসলাম ৩২ রানে নেন ৩ উইকেট।
শুরুতে নেমে খুলনার দুই ওপেনার ব্রেন্ডন টেলর আর জুনায়েদ সিদ্দিকী ৬.৫ ওভারে দু’জন গড়েন ৭৩ রানের জুটি। ২৩ বলে ৩৩ রান করেন জুনায়েদ সিদ্দিকী। আল আমিন হোসেন ২। নাজমুল হোসেন শান্ত ১৩ বলে ১৭ রান। টেলর ৩১ বলে ৪৮ রান করে ফিরে যান। ডেভিড ভিসা ২৫ বলে করেন ৩৮ রান।
সিলেটের অলক কাপালি ৪ ওভারে ২২ রানে নেন ৪ উইকেট। প্রথমবারের মতো টি-টুয়েন্টিতে চার উইকেট পেলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা টাইটানস: ২০ ওভারে ১৭০/৯ (টেলর ৪৮, জুনায়েদ ৩৩, আল আমিন জুনিয়র ২, শান্ত ১৭, মাহমুদউল্লাহ ৩, আরিফুল ০, ভিসা ৩৮, ইয়াসির ৮, তাইজুল ৯*, জুনাইদ ০; তাসকিন ২/৩৫, নওয়াজ ২/২৬, কাপালি ৪/২২)
সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৪৯/৭ (লিটন ০, সাব্বির ১৩, আফিফ ২৯, কাপালী ১১, নওয়াজ ৫৪, পুরান ২৮, তানভির ৫, জাকের ২*, নাসির ০*; শুভাশিস ১/৪০, জুনাইদ ১/২৮, ইয়াসির ১/১৪, তাইজুল ৩/৩২, ভিসা ১/২৪)
ফল: খুলনা টাইটানস ২১ রানে জয়ী
ম্যাচসেরা: ডেভিড ভিসা
Discussion about this post