এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ডারবানে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ১৩৪ রানে জিতল প্রোটিয়ারা।
দুই ওপেনার কুইন্টন ডি কক এবং হাশিম আমলার জোড়া সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৮০ রান তুলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। উইকেটে আসা আর যাওয়ার মিছিলে যেন নেমেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা।
রোববার ডারবানের কিংসমিডে বৃষ্টিতে আউটফিল্ড ভিজে থাকায় ম্যাচের দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ৪৯ ওভারে।
ম্যাচে ডি কক এবং আমলা গড়েন ১৯৫ রানের জুটি। যা কিনা ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয়সেরা। আর ডারবানে এটি যে কোনো উইকেট জুটির সর্বোচ্চ রান। এ নিয়ে দ্বিতীয়বার একই ম্যাচে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার সেঞ্চুরি পেলেন।
Discussion about this post