ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আক্ষেপ নিয়েই ওয়ানডে সিরিজটা শেষ হল। শেষ ম্যাচে ২৮৩ করেও জেতা হল না। বাংলাদেশ ‘এ’ দলের সেই সংগ্রহটা পঞ্চম আনঅফিশিয়াল ওয়ানডেতে টপকে গেল আয়ারল্যান্ড উলভস । মুমিনুল হকের দল হারল ৮ উইকেটে। আইরিশরা ম্যাচ জিতল ৪৬.৪ ওভারে।
এমন অসাধারন জয় স্বাগতিকদের এনে দিয়েছেন তাদের অধিনায়ক অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি। তিনি ক্যারিয়ার সেরা ১৬০ রানের অসাধারন এক ইনিংসে মন ভেঙ্গেছেন বাংলাদেশের। তবে সিরিজটা হারে নি দল। পাঁচ ম্যাচ সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে।
এর আগে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৮৭ রান ও চতুর্থ ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল জয় পায় ৮৫ রানে। আয়ারল্যান্ড ‘এ’ তৃতীয় ম্যাচ জিতে ৩৪ রানে।
শুক্রবার ডাবলিনে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা অবশ্য ভাল হয়নি দলের। আগের ম্যাচে ১৮২ রান করা অধিনায়ক মমিনুল হক এদিন তুলেন ৬২ বলে ৪৬ রান। এরপর মোহাম্মদ মিঠুন ৭৩ বলে ৯ চারে তুলেন ৭৩। ফজলে রাব্বি ৬৩ বলে ৭ চারে ৭৪ রান করেন । পিটার চেইস ৪২ রানে ৫ উইকেট নেন।
জবাব দিতে নেমে অ্যান্ডি ব্যালবার্নি ও অ্যান্ডি ম্যাকব্রাইনের ১৯৭ রানের জুটিতেই সর্বনাশ। ১৪৪ বলে ১৮ বাউন্ডারি ও দুই ছক্কায় অপরাজিত ১৬০ রান করেন ব্যালবার্নি। ম্যাকব্রাইন ৮৯।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ এ: ৫০ ওভারে ২৮৩/৮ (মিজানুর ২০, জাকির ১০, মুমিনুল ৪৬, শান্ত ১৫, মিঠুন ৭৩, ফজলে রাব্বি ৭৪, আল আমিন জুনিয়র ২২, সাইফ ৭, সানজামুল ২*, শরিফুল ২*; কেনেডি ১/৪৫, চেইস ৫/৪২, সিমি ১/৪৩, গার্থ ১/৫৪)
আয়ারল্যান্ড উলভস: ৪৬.৪ ওভারে ২৮৫/২ (শ্যানন ৪, বালবার্নি ১৬০*, ম্যাকব্রাইন ৮৯, সিমি ২০*; খালেদ ০/৪৬, শরিফুল ১/৪৫, সানজামুল ১/৫৬, সাইফ ০/৬৭, ফজলে রাব্বি ০/৫২, আল আমিন জুনিয়র ০/১২, শান্ত ০/৬)
ফল: আয়ারল্যান্ড উলভস ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ ২-২ সমতায় শেষ।
Discussion about this post