দুবাইতে শ্রীলঙ্কার কাছে পাত্তা পেল না পাকিস্তান। দ্বিতীয় টেস্টে হারতে হয়েছে বড় ব্যবধানে, ৯ উইকেটে। এ জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে গেল লঙ্কানরা।
রোববার পঞ্চম ও শেষ দিনে ঘণ্টাখানেকের মধ্যে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ ৩৫৯ রানে। ১৩৭ রানের টার্গেট টপকাতে মাত্র ১ উইকেট হারায় শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে পাকিস্তান ১৬৫ এবং শ্রীলঙ্কা ৩৮৮ রান তুলে।
৭ উইকেটে ৩৩০ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে পাকিস্তান। আগেরদিন ৭০ রানে অপরাজিত থাকা উইকেটকিপার সরফরাজ আহমেদের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান। কিন্তু লাভ হয়নি।
১৩৭ রানের সহজ লক্ষ্য। দুই লঙ্কান উদ্বোধনী জুটিতে ১২৪ রান তুলে দলকে লক্ষ্যেও কাছাকাছি নিয়ে যান। করুনারত্মে ৬২ ও সিলভা করেন ৫৮ রান।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু ১৬ জানুয়ারি, শারজায়।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ১৬৫/১০ ও ২য় ইনিংস : ৩৫৯/১০ (ইউনুস ৭৭, মিসবাহ ৯৭, সরফরাজ ৭৪, বিলাওয়াল ৩২, আজমল ২১; লাকমল ৪/৭৮, প্রদীপ ২/৫০, এরাঙ্গা ২/৭৪, হেরাথ ২/১৩২)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৮৮ ও ২য় ইনিংস : ১৩৭/১ (করুনারতেœ ৬২*, সিলভা ৫৮, সাঙ্গাকারা ৯*; আজমল ১/৪৫)।
ফল : শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মাহেলা জয়াবর্ধনে।
সিরিজ : তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ১-০-তে এগিয়ে।
Discussion about this post