রোববার সেন্ট লুসিয়ায় বৃষ্টির বাধায় খেলা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। ম্যাচ নির্ধারিত হয় ৪৯ ওভারে। মারলন স্যামুয়েলসের অপরাজিত সেঞ্চুরিতে (১০৬) ক্যারিবীয়রা তুলে ২৬১ রান। ইনিংসের শেষ ওভারেই ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন এ ক্যারিবিয়ান ক্রিকেটার। ১০৪ বলে ১০৬ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন স্যামুয়েলস। ইনিংসটি সাজান ৯ চার ও ৪ ছক্কায়।
অবশ্য টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো ছিল না। স্কোরবোর্ডে ৬৩ রান উঠতে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এরপর মিডল অর্ডারে ব্যাট করতে নামা ক্রিস গেইলকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন স্যামুয়েলস। গেইলের আউটের পর সিমন্সকে নিয়ে তোলেন ৯৫ রান।
পাকিস্তানের ইনিংস চলার সময় আবারও বাগড়া দিল বৃষ্টি। আর সেটাই জয়ের পথটা প্রস্বস্ত করে দেয় তাদের। জয়ের জন্য ৩১ ওভারে লক্ষ্য দাড়ায় ১৮৯। সেটা ১ ওভার হাতে রেখেই তুলে নেয় স্বাগতিকরা।
বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস ম্যাথডে ৬ উইকেটে জিতে সিরিজে ২-১-এ এগিয়ে গেল পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর- ওয়েস্ট ইন্ডিজ ৪৯ ওভারে : ২৬১/৭
(স্যামুয়েলস ১০৬, সিমন্স ৪৬, চার্লস ৩২, গেইল ৩০; ইরফান ২/৬০)
পাকিস্তান: ৩০ ওভারে ১৮৯/৪ (হাফিজ ৫৯, মিসবাহ ৫৩*, উমর আকমল ২৯* ; রোচ ১/৩৩)
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মারলন স্যামুয়েলস
Discussion about this post