পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যে তিনি যাচ্ছেন না-এটা পুরনো খবর। সাকিব আল হাসান খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে। মোহামেডানের অধিনায়ক তিনি। দলকে নিয়েই ভাবছেন এই অলরাউন্ডার। এবার নতুন খবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) কেলার সুযোগ নাও পেতে পারেন সাকিব। বাংলাদেশের ম্যাচ থাকার কারণে তাকে ছাড়া নাও হতে পারে বিসিবি।
এর আগে আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনিয়ে সমালোচনা হয়েছে অনেক। কারণ আইপিএল খেলতে গিয়ে ছুটি নিতে হয় সাকিবকে। তিনি ছিলেন না শ্রীলঙ্কা সফরে। জাতীয় দল ছেড়ে আর ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার সুযোগটাও মনে হচ্ছে পাবেন না তিনি।
এবারের সিপিএলে পুরনো দল জামাইকা তালাওয়াসে ফিরেছেন সাকিব। এই দলের হয়েই সিপিএলও জিতেছেন তিনি। কিন্তু এবার যখন এই আসর শুরু হবে তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষেও ম্যাচ খেলতে তাদের।
বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে বলেন, ‘(সিপিএলের এনওসি) এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি আমরা। সময় এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা অবশ্যই আমাদের পুরো শক্তির দল নিয়ে তাদের (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড) বিপক্ষে খেলতে চাই।’
সাকিবকে নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও ওই ম্যাচগুলিতে পূর্ণশক্তির দলই নামাতে চায় বাংলাদেশ। জানা গেছে, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের চুক্তিতে কিছু বদল আসতে যাচ্ছে। তখন জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না, সেটা ক্রিকেটার নিজেই জানাবেন। অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে গেলে সেটাও জানাতে হ বে বোর্ডকে।
Discussion about this post