তাসকিন আহমেদের প্রতি চলচ্চিত্র দুনিয়ার আগ্রহ নতুন কিছু নয়। লম্বা গড়ন, আকর্ষণীয় চেহারা ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের কারণে অনেকেরই ধারণা, চাইলে তিনি রুপালি পর্দাতেও নিজের জায়গা করে নিতে পারেন। তবে আপাতত বাংলাদেশ জাতীয় দলের এই তারকা পেসার মনোযোগী শুধু ক্রিকেটেই।
আজ রোববার হোটেল শেরাটনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তাসকিনের কাছে জানতে চাওয়া হয়, সিনেমায় কাজ করার কোনো ইচ্ছা আছে কি না। উপস্থাপিকা সরাসরি প্রশ্ন ছুড়ে দেন-‘শাকিব খান যদি আপনাকে সিনেমার অফার দেন, রাজি হবেন?’ প্রশ্নের উত্তরে হাসতে হাসতে তাসকিন বলেন, ‘এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং হবে। তবে শাকিব ভাই-ই আমাকে বলবেন, “তুমি আগে ভালোমতো খেলো, অবসরের পর আসো।”’
শাকিব খানের উপস্থিতিতে করা এই মন্তব্য মুহূর্তেই হাস্যরসের সৃষ্টি করে। তবে তাসকিন স্পষ্ট করে দিয়েছেন, আপাতত তার ভাবনায় শুধু ক্রিকেট। বিসিবির সদ্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে ‘এ+’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নেওয়া তাসকিন এখন জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সাম্প্রতিক সময়ে তাঁর পারফরম্যান্সও দুর্দান্ত, যার ফলে ক্রিকেট নিয়েই শতভাগ মনোযোগ দিতে চান এই তারকা পেসার।
যদিও রুপালি পর্দার প্রতি যে তাঁর বিন্দুমাত্র আগ্রহ নেই, তা নয়। মঞ্চে দাঁড়িয়ে শাকিব খানের প্রশংসা করতেও ভোলেননি তাসকিন, ‘শাকিব ভাই তো কিংবদন্তি। আমাদের সবার প্রিয়। সামনাসামনি এসে দেখলাম, উনি আরও সুন্দর একজন মানুষ।’
Discussion about this post