তিনি যে ভারতের সর্বকালের সেরা নারী টেনিস খেলোয়াড় এনিয়ে বিতর্ক নেই। একইসঙ্গে সানিয়া মির্জা এখন বিশ্বের ১ নম্বর মহিলা ডাবলস খেলোয়াড়। তারকা খ্যাতি অনেক বছর ধরেই উপভোগ করছেন এই গ্ল্যামার গার্ল। আবার তার ব্যাক্তি জীবনও আলোচনায় এসেছে একাধিকবার। তেমন একজন মানুষকে নিয়ে সিনেমা নির্মাণ হতেই পারে। প্রস্তাবও পেয়েছিলেন সানিয়া। কিন্তু বারবারই ‘না’ বলে দিয়েছেন।
২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ের আগে ব্যাক্তিগত জীবনে ঝড় বয়ে গেছে তার। শৈশবের বন্ধু সোহরাব মির্জার সঙ্গে বাগদানও হয়েছিল। কিন্তু হঠাৎ বিয়ে ভেঙ্গে যায়। এরপর শোয়েবের সঙ্গে বিয়ে নিয়ে ঘটে নানা নাটক। যা কীনা সিনেমার গল্পকেও হার মানায়!
মহেন্দ্র সিং ধোনির জীবন নিয়ে নির্মিত ‘এম এস ধোনি— দি আনটোল্ড’- মুক্তির পর অনেকেই বলছিলেন, সিনেমা হতে পারে সানিয়ার জীবন নিয়েও। কিন্তু এই গ্ল্যামার গার্ল তেমনটায় আগ্রহী নন।
২৯ বছর বয়সী সানিয়া মির্জা স্পষ্ট জানিয়ে দিলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে আমায় কেউ কেউ বায়েপিক বানানোর প্রস্তাব দিয়েছিল। এই বিষয়ে সঙ্গে কথাও বলেছিলাম। কিন্তু বড় পরিসরে আমার জীবন দেখানো মনে হয় সম্ভব নয়। আমার জীবনের সবকিছু সকলের সঙ্গে ভাগ করে নেওয়া আমার পক্ষে মুশকিল।’
Discussion about this post